বাসস
  ২৮ জানুয়ারি ২০২৪, ১৮:৩৯

শেরপুর জেলা পুলিশের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান

শেরপুর, ২৮ জানুয়ারি ২০২৪ (বাসস) : জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সদস্যদের কর্মোদ্দীপনা এবং মনোবল বৃদ্ধির লক্ষ্যে আনন্দ আয়োজনের অংশ হিসেবে পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার রাত ৮ টায় জেলা শহরের অষ্টমীতলাস্থ পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে আয়োজিত ‘এসো মিলি প্রাণের বন্ধনে’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু।
জেলার পুলিশ সুপার মোনালিসা বেগমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ, ভারপ্রাপ্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ছালামত উল্লাহ, শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান প্রমুখ। 
‘এসো মিলি প্রাণের বন্ধনে’ শীর্ষক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বনামধন্য শিল্পী ফাহমিদা নবীসহ আঞ্চলিক শিল্পীগোষ্ঠীর বরেণ্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন। পাশাপাশি স্থানীয় নৃত্য শিল্পীরা দলগতভাবে নৃত্য পরিবেশ করেন।
সাংষ্কৃতিক অনুষ্ঠানে শেষে পুলিশ লাইন্স মেসে জেলা পুলিশের উদ্যোগে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়। 
এর আগে, জেলা পুলিশের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়