শিরোনাম

ঢাকা, ৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামে কাস্টমস কর্মকর্তাদের ওপর দুষ্কৃতকারীদের সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। অবৈধ পণ্য খালাসে বাধা প্রদান করায় এ হামলা সংঘটিত হয়েছে বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মনে করছে।
আজ এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় যে, বৃহস্পতিবার সকালে আনুমানিক ১০টা ২০ মিনিটে কাস্টমস গোয়েন্দা আঞ্চলিক অফিস থেকে নিজ দপ্তরে ফেরার পথে কাস্টমস হাউস চট্টগ্রামের এআইআর শাখার রাজস্ব কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান এবং সহকারী রাজস্ব কর্মকর্তা মো. বদরুল আরেফিন ভূঁইয়া তিনজন অজ্ঞাতনামা দুষ্কৃতকারীর হামলার শিকার হন।
ডবলমুরিং থানার সিডিএ আবাসিক এলাকায় মোটরসাইকেলযোগে এসে হামলাকারীরা তাদের বহনকারী গাড়ির গতিরোধ করে। পরে চাপাতি দিয়ে আঘাত, লাথি মেরে গাড়ির বাম পাশের গ্লাস ভাঙে এবং ‘গুলি কর’ বলে চিৎকার করতে থাকে। প্রাণরক্ষার্থে কর্মকর্তারা দ্রুত গাড়ি চালিয়ে অফিসের দিকে ফিরে আসেন।
সম্প্রতি রাজস্ব ফাঁকি ও চোরাচালান প্রতিরোধে বেশ কয়েকটি উল্লেখযোগ্য অভিযান পরিচালনার পর থেকেই সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তাদের ওপর এ ধরনের হামলার ঝুঁকি তৈরি হয়েছিল বলে ধারণা করছে এনবিআর।
সাম্প্রতিক অভিযানের মধ্যে রয়েছে,প্রায় ১০ কোটি টাকা মূল্যের নিষিদ্ধ পপি সিড ও ঘন চিনি আটক; গত মে মাসে ৩০ কোটি টাকার রাজস্ব সংশ্লিষ্ট নিষিদ্ধ সিগারেট আটক এবং মিথ্যা ঘোষণায় আমদানি করা বিভিন্ন কসমেটিকস পণ্যচালান জব্দ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয় যে, গত ৫ অক্টোবর এ ধরনের কসমেটিকস চালান আটক করার পর একজন অজ্ঞাতনামা ব্যক্তি আক্রান্ত কর্মকর্তার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে ভয়ভীতি ও হত্যার হুমকি দিলে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছিল (নং-২৮২, তারিখ: ৬/১০/২০২৫)।
বিবৃতিতে এ ঘৃণ্য সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে সৎ ও দক্ষ রাজস্ব কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। অপরাধীরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ জানানো হয়েছে।
এ ঘটনায় রাজস্ব কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান খান আজ ডবলমুরিং থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-০৮; তারিখ: ০৪ ডিসেম্বর ২০২৫।