বাসস
  ১০ জুলাই ২০২৫, ১৯:০৬

বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৪ কোটি ৮৭ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে ইউনিফা এক্সেসরিজ 

ছবি : সংগৃহীত

ঢাকা, ১০ জুলাই, ২০২৫ (বাসস): চীন-ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড মালিকানাধীন প্রতিষ্ঠান ইউনিফা এক্সেসরিজ (বিডি) কো. লিমিটেড চট্টগ্রামের মিরসরাই-এ অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে ব্যাগ ও ফ্যাশন এক্সেসরিজ উৎপাদনকারী একটি শিল্পকারখানা স্থাপনে ৪ কোটি ৮৬ লাখ ৬০ হাজার মার্কিন ডলার বিনিয়োগ করবে।

আজ বৃস্পতিবার রাজধানীর বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং ইউনিফা এক্সেসরিজ (বিডি) কো. লিমিটেড এর মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং ইউনিফা এক্সেসরিজ (বিডি) কোম্পানি লিমিটেড এর চেয়ারম্যান চিয়ান ড্যানচু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এই বিদেশি প্রতিষ্ঠানটি প্রতিবছর ২ কোটি ৮০ লাখ পিস ব্যাগ, বেল্ট, ক্যাপ, হ্যাট, স্কার্ফ, মাফলার, আইওয়্যার ও চশমার ফ্রেমসহ বিভিন্ন ফ্যাশন পণ্য উৎপাদন করবে। প্রতিষ্ঠানটিতে ২,৮৩০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

বেপজার নির্বাহী চেয়ারম্যান ইউনিফার এই বিনিয়োগকে স্বাগত জানান এবং বিশেষভাবে বেপজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ব্যবসায়িক কার্যক্রম নির্বিঘ্ন করতে বেপজার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং আশা প্রকাশ করেন যে, এই প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মো. ইমতিয়াজ হোসেন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজ এবং ইউনিফা এক্সেসরিজ (বিডি) কোম্পানি লিমিটেডের প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বেপজা অর্থনৈতিক অঞ্চল বেপজার সবচেয়ে বড় প্রকল্প। ইউনিফা এক্সেসরিজ (বিডি) সহ এ পর্যন্ত মোট ৪২টি প্রতিষ্ঠান বেপজা অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে।

যাদের প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ মোট ৯৪২ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে ৪টি প্রতিষ্ঠান ইতোমধ্যে বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে।