বাসস
  ১০ জুলাই ২০২৫, ১৪:৩২

দক্ষিণ কোরিয়ায় বাড়ছে বাণিজ্য যুদ্ধ ও ঋণের চাপ, অপরিবর্তিত সুদহার

ঢাকা, ১০ জুলাই, ২০২৫ (বাসস): দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবার তাদের মূল সুদের হার ২.৫ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। ক্রমবর্ধমান পারিবারিক ঋণ, আবাসন মূল্যবৃদ্ধি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে শুল্কভিত্তিক বাণিজ্য যুদ্ধের শঙ্কার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, চলতি বছরের প্রথম প্রান্তিকে দক্ষিণ কোরিয়ার প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় কম হয়েছে। এর পেছনে বড় কারণ ছিল ডিসেম্বরে প্রাক্তন প্রেসিডেন্ট ইউন সুক ইওলের ঘোষিত সামরিক আইন, যা দেশজুড়ে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করে।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। সিউলকে পাঠানো এক চিঠিতে জানানো হয়েছে ১ আগস্টের মধ্যে বাণিজ্য আলোচনা সফল না হলে দক্ষিণ কোরিয়ার রপ্তানি পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে।

দক্ষিণ কোরিয়া ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে ইস্পাত ও গাড়ি রপ্তানিতে ক্ষতির সম্মুখীন হয়েছে।

দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক (বিওকে) এক বিবৃতিতে বলেছে: মূল্যস্ফীতি ও বাণিজ্য আলোচনার অনিশ্চয়তার মাঝে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি আপাতত নিম্নমুখী প্রবৃদ্ধির ধারা বজায় রাখবে বলে আশা করা হচ্ছে।

সিউল মহানগরীতে আবাসনের মূল্য তীব্রভাবে বেড়েছে এছাড়া পারিবারিক ঋণও দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় হার অপরিবর্তিত রাখাই যথাযথ সিদ্ধান্ত।

ব্যাংকের গভর্নর রি চ্যাং-ইয়ং জানান, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার ফলাফল ও অভ্যন্তরীণ চাহিদা পুনরুদ্ধারের গতি দেশের প্রবৃদ্ধির ভবিষ্যৎ নির্ধারণে বড় প্রভাব ফেলবে।

তিনি আরও বলেন, আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বাণিজ্য সম্পর্কের গতিপথ আমাদের রপ্তানি ও মোট প্রবৃদ্ধির উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে।

ব্যাংকের গভর্নর রি চ্যাং-ইয়ং ইঙ্গিত দিয়েছেন যে নীতি নির্ধারকরা আগামী মাসগুলোতে সুদের হার কমানোর দিকে ঝুঁকতে পারেন।

সিউলের কর্মকর্তারা জানিয়েছেন, তারা ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছেন এবং শুল্ক এড়াতে কূটনৈতিক আলোচনায় সক্রিয় রয়েছেন।