বাসস
  ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩১

মালান-শামসির নৈপুন্যে শ্রীলংকার বিপক্ষে সিরিজে সমতা আনলো দক্ষিণ আফ্রিকা 

কলম্বো, ৫ সেপ্টেম্বর ২০২১ (বাসস) : ওপেনার জানেমান মালানের সেঞ্চুরির সাথে স্পিনার তাবরাইজ শামসির বোলিং নৈপুন্যে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সমতা আনলো সফরকারী দক্ষিণ আফ্রিকা। গতরাতে সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রোটিয়ারা বৃষ্টি আইনে ৬৭ রানে হারিয়েছে স্বাগতিক শ্রীলংকাকে। এতে সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে। 
বৃষ্টির কারণে কলম্বোর  প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ৪৭ ওভারে নামিয়ে আনা  হয়। টস জিতে প্রথমে ব্যাট করতে নামে দক্ষিণ আফ্রিকা। দুই ওপেনার মালান-আইডেন মার্করাম ৪৩ রানের জুটি গড়েন। এরমধ্যে ২১ রান অবদান  মার্করামের। দ্বিতীয় উইকেটে ৯৬ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহে পথে নিয়ে যান মালান ও রেজা হেনড্রিকস। হাফ সেঞ্চুরি তুলে ৫১ রান তুলে থামেন হেনড্রিকস। 
তবে নয় ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি তুলে নেন মালান। ৪৫তম ওভারে আউট হওয়ার আগে ৯টি চার ও ১টি ছক্কায় ১৩৫ বলে ১২১ রান করেন মালান। শেষ দিকে জড়ো গতিতে ২৭ বলে ৪৩ রান করে দলকে বড় সংগ্রহ এনে দেন হেনরিচ ক্লাসেন। এতে ৪৭ ওভারে ৬ উইকেটে ২৮৩ রানের বড় সংগ্রহ পায় দক্ষিণ আফ্রকা। শ্রীলংকার দুসমন্ত চামিরা ও চামিকা করুনারতেœ ২টি করে উইকেট নেন। 
২৮৪ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ২৫ ওভার শেষে ৪ উইকেটে ১১৪ রান তুলে শ্রীলংকা। এরপর বৃষ্টি নামলে ৪১ ওভারে ২৬৫ রানের লক্ষ্য দাঁড়ায় তাদের সামনে। অর্থাৎ, শেষ ১৬ ওভারে ১৫১ রান দরকার ছিলো লংকানদের। 
শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরাইজ শামসির ঘুর্ণিতে পড়ে ১৯৭ রানেই গুটিয়ে যায় শ্রীলংকা। দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রান করেন চারিথা আসালঙ্কা। শামসি ৪৯ রানে ৫ উইকেট নেন। এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং। তবে ম্যাচ সেরা হয়েছেন মালান। 
আগামী ৭ সেপ্টেম্বর একই ভেন্যুতে সিরিজের শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।