বাসস
  ৩১ ডিসেম্বর ২০২১, ১৯:১০

১৪৪ রান দরকার মুশফিকের 

ঢাকা, ৩১ ডিসেম্বর ২০২১ (বাসস) : দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে  ৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে আর ১৪৪ রান দরকার বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের। 
কাল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করছে বাংলাদেশ। দুই টেস্টে ১৪৪ রান করলেই পাঁচ হাজার রান পূর্ণ হবে মুশফিকের। 
৭৭ টেস্টে ৭টি সেঞ্চুরি ও ২৪টি হাফ-সেঞ্চুরিতে ৪৮৫৬ রান আছে মুশফিকের। 
নিউজিল্যান্ডের মাটিতে ৪ টেস্টের ৮ ইনিংসে ২২২ রান করেন মুশফিক। নিউজিল্যান্ডের মাটিতে মুশফিকের সেঞ্চুরিও রয়েছে। ২০১৭ সালে ওয়েলিংটন টেস্টে ১৫৯ রান করেছিলেন মুশি। 
আর নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বমোট ৮টি টেস্ট খেলেছেন তিনি। ১টি সেঞ্চুরি ও ২টি হাফ-সেঞ্চুরিতে ৪২৫ রান করেছেন মুশফিক।