বাসস
  ০৫ সেপ্টেম্বর ২০২১, ১৬:০৮

বিশ্বকাপ বাছাই: আবারো পয়েন্ট হারালো ফ্রান্স, ডিপের দুই গোলে ডাচদের বড় জয়

প্যারিস, ৫ সেপ্টেম্বর ২০২১ (বাসস) : টানা দ্বিতীয় ম্যাচেও ড্র করে আবারো সমর্থকদের হতাশ করেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। সেপ্টেম্বরের আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম ম্যাচে বসনিয়া-হার্জেগোভেনিয়ার সাথে ১-১ গোলে ড্র করার পর গতকাল দিদিয়ের দেশ্যমের দল ঐ একই ব্যবধানে  ইউক্রেনের সাথে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে। এদিকে মেমফিস ডিপের জোড়া গোলে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে বিধ্বস্ত করে জয়ের ধারা অব্যাহত রেখেছে নেদারল্যান্ডস।
এ নিয়ে টানা পাঁচ ম্যাচে ড্র করলো ফ্রান্স। কিয়েভে ম্যাচের ৫০ মিনিটে গত পাঁচ বছরের মধ্যে প্রথম আন্তর্জাতিক গোল করে ফরাসিদের এক পয়েন্ট উপহার দিয়েছেন এ্যান্থনি মার্শাল। ম্যানচেস্টার ইউনাইটেডের এই ফরোয়ার্ড হাঁটুর ইনজুরির কারনে ইউরো ২০২০’এ খেলতে পারেননি। এ পর্যন্ত ফ্রান্সের জার্সি গায়ে তিনি ২৯ ম্যাচে মাত্র দুই গোল করেছেন। এর আগে ৪৪ মিনিটে ইউক্রেনিয়ান মিডফিল্ডার মাইকোলা শাপারেনকোর দুর্দান্ত গোলে এগিয়ে গিয়েছিল স্বাগতিকরা। 
এই ড্রয়ের পরেও দ্বিতীয় স্থানে থাকা  ফিনল্যান্ডের থেকে চার পয়েন্ট এগিয়ে পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ডি-গ্রুপের শীর্ষেই অবস্থান করছে লেস ব্লুজরা। আগামী মঙ্গলবার ফ্রান্স  লিঁওতে ফিনল্যান্ডকে আতিথ্য দিবে। গতকাল হেলসেঙ্কিতে ঘরের মাঠে জোয়েল পোয়ানপালোর দ্বিতীয়ার্ধের একমাত্র গোলে কাজাকাস্থানকে ১-০ গোলে পরাজিত করেছে ফিনল্যান্ড। যদিও  ফ্রান্সের থেকে দুই ম্যাচ কম খেলেছে ফিনল্যান্ড। 
ম্যাচ শেষে দেশ্যম ফরাসি সম্প্রচার কেন্দ্র এম৬’কে বলেছেন, ‘ম্যাচের আগে আমরা যে পরিস্থিতিতে ছিলাম হয়ত তার থেকে ভাল কিছু হয়নি। কিন্তু একেবারেই সব শেষ হয়ে যায়নি। এই ম্যাচ থেকে শুধুমাত্র একটি পয়েন্ট অর্জন করতে পেরেছি। তবে গোলের সুযোগগুলো কাজে লাগাতে পারলে ম্যাচের ভাগ্য ভিন্ন হতে পারতো।’
ইউক্রেন এনিয়ে বাছাইপর্বে খেলা পাঁচটি ম্যাচের সবকটিতেই ড্র করে ৫ পয়েন্ট নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে রয়েছে। এর মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের সাথে তারা দুই ম্যাচেই ড্র করেছে। 
এ দিকে  আইন্দোভেনের ফিলিপস স্টেডিয়ামে মন্টেনেগ্রোকে ৪-০ গোলে বিধ্বস্ত করে জয়ের ধারায় ফিরেছে নেদারল্যান্ডস। নতুন করে পুনরায় দলে ফিরে আসা কোচ লুইস ফন গালকে দুই গোল উপহার দিয়েছেন শিষ্য মেমফিস ডিপে। এই জয়ে পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ-জি’র শীর্ষে থাকা তুরষ্কের থেকে এক পয়েন্ট পিছিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে ডাচরা। দিনের আরেক ম্যাচে জিব্রালটারকে ৩-০ গোলে পরাজিত করেছে তুরষ্ক।
বার্সেলোনা তারকা ডিপে স্পট কিকের সাহায্যে ৩৮ মিনিটে নেদারল্যান্ডকে এগিয়ে দেন। ৬২ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন ডিপে। অধিনায়ক জর্জিনিও উইজনালডাম ৭০ মিনিটে দলের হয়ে তৃতীয় গোলটি করার ছয় মিনিট পর কডি গাকপো দারুন এক কার্লিং শটে দলের বড় জয় নিশ্চিত করেন। জাতীয় দলের জার্সি গায়ে ২২ বছর বয়সী এ্যাটাকার গাকপোর এটাই প্রথম গোল। 
তৃতীয় মেয়াদে নেদারল্যান্ড জাতীয় দলের দায়িত্বে আসা ফন গাল বলেছেন, ‘প্রথম গোলটির পর আমরা আরো বেশী স্বস্তি নিয়ে খেলতে থাকি। যে কারনে খেলাটা ভাল হয়েছে। মেমফিস আজ অসাধারণ খেলেছে। নি:সন্দেহে আজকের ম্যাচের সেরা খেলোয়াড় তিনিই।’
এই গ্রুপের তৃতীয় ম্যাচে আর্লিং হালান্ডের পেনাল্টিতে লাটভিয়াকে ২-০ গোলে পরাজিত করেছে নরওয়ে। অসলোর ম্যাচে বাকি গোলটি করেছেন মোহামেদ এলইউনুসি।  
তুরষ্কের থেকে এক পয়েন্ট করে পিছিয়ে এই গ্রুপের দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে নেদারল্যান্ড ও নরওয়ে। 
আগামী সপ্তাহে আমস্টারডামে তুরষ্ককে আতিথেয়তা দিবে নেদারল্যান্ড। ঐ ম্যাচ প্রসঙ্গে ফন গাল বলেছেন, ‘তুরষ্কের বিপক্ষে আমাদের জিততেই হবে। ঐ ম্যাচটিতে জয়ী হতে পারলে বাছাইপর্বে আমরা একটি শক্ত অবস্থানে যেতে পারবো।’
গ্রুপ-এইচ’র ম্যাচে মার্সেলো ব্রোজোভিচের শেষ মুহূর্তের গোলে স্লোভাকিয়াকে ১-০ ব্যবধানে পরাজিত করেছে ক্রোয়েশিয়া। এই জয়ে টেবিলের শীর্ষে থাকা রাশিয়ার সাথে সমান ১০ পয়েন্ট নিয়ে ভালই লড়াই চালিয়ে যাচ্ছে ২০১৮ বিশ্বকাপের রানার্স-আপ দলটি। 
এই গ্রুপের অপর ম্যাচগুলোতে রাশিয়া ২-০ গোলে সাইপ্রাসকে ও ঘরের মাঠে মাল্টাকে ১-০ গোলে পরাজিত করেছে স্লোভেনিয়া।  
দূর্বল ফারো আইল্যান্ডের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছেন ডেনমার্ক। গ্রুপ-এফ’র ম্যাচটিতে জোনাস উইন্ডের ৮৫ মিনিটের গোলে ড্যানিশদের জয় নিশ্চিত হয়। 
ফারোর বিপক্ষে সপ্তাহের মাঝামাঝিতে হ্যাটট্রিক করা এরান জাহাভির দুই গোলে অস্ট্রিয়াকে ৫-২ গোলে বিধ্বস্ত করেছেন ইসরাইল। অপর ম্যাচে মলডোভাকে ঘরের মাঠে ১-০ গোলে পরাজিত করে অস্ট্রিয়াকে টপকে তৃতীয় স্থানে উঠে এসেছে স্কটল্যান্ড।