বাসস
  ৩১ আগস্ট ২০২১, ১৫:১৭

আবারো ধারে বাকায়োকোকে দলে নিল এসি মিলান

মিলান, ৩১ আগস্ট, ২০২১ (বাসস) : ফরাসী মিডফিল্ডার টিমো বাকায়োকোকে আবারো চেলসি থেকে দুই বছরের ধারে দলভূক্ত করেছে ইতালিয়ান সিরি-এ ক্লাব এসি মিলান। ক্লাব সূত্র এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে চুক্তির শর্তানুযায়ী এই ট্রান্সফার স্থায়ী করারও সুযোগ আছে।
২৭ বছর বয়সী এই মিডফিল্ডার ২০১৭ সালে চেলসিতে যোগ দিয়েছিলেন। কিন্তু নিয়মিত একাদশে নিজেকে প্রমানে ব্যর্থ হলে ২০১৯-১৯ মৌসুমে এক বছরের জন্য ধারে এসি মিলানে যোগ দেন। সেখানে সব ধরনের প্রতিযোগিতায় তিনি মিলানের হয়ে ৪২টি ম্যাচ খেলেছেন। এরপর গত মৌসুম ধারে মোনাকো ও নাপোলিতে খেলেছেন। 
রোববার কালিয়ারির বিপক্ষে ৪-১ গোলের জয়ের মাধ্যমে লিগের প্রথম দুই ম্যাচেই জয় নিশ্চিত করেছে মিলান।