BSS-BNhrch_cat_news-24-5
বাসস
  ০৫ আগস্ট ২০২১, ১৪:৩৯

সাউদাম্পটন থেকে এ্যাস্টন ভিলায় যোগ দিলেন ইংলিশ স্ট্রাইকার ইংস

লন্ডন, ৫ আগস্ট ২০২১ (বাসস) :  সাউদাম্পটন থেকে ইংলিশ স্ট্রাইকার ড্যানি ইংসকে দলে ভিড়িয়েছে এ্যাস্টন ভিলা। প্রিমিয়ার লিগের উভয় ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। 
২৯ বছর বয়সী এই স্ট্রাইকার ২০১৮ সালে লিভারপুল থেকে সাউদাম্পটনে যোগ দিয়েছিলেন। এই ক্লাবটির হয়ে ক্যারিয়ারের ১০০ ম্যাচে করেছেন ৪৬ গোল। 
ট্রান্সফার ফি’র বিষয়ে ভিলা বিস্তারিত কিছু না জানালেও স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে ৩০ মিলিয়ন পাউন্ডে ইংস সাউদাম্পটন ছেড়েছেন। এক বিবৃতিতে ভিলা ম্যানেজার ডিন স্মিথ বলেছেন, ‘প্রিমিয়ার লিগ ফুটবলে ড্যানি একজন অসাধারণ খেলোয়াড়। যেই পজিশনেই সে খেলুক না কেন সেখানেই গোল করা মত যোগ্যতা তার রয়েছে। শীর্ষ পর্যায়ের একজন পরিপূর্ণ পেশাদার ফুটবলার হিসেবে আমাদের দলকে নেতৃত্ব দেবার মত ক্ষমতাও তার রয়েছে। দ্রুত উন্নতি করা আমাদের একাডেমীর তরুন খেলোয়াড়দের সামনে ড্যানি একজন রোল মডেল হয়ে উঠতে পারেন।’
এর আগে জ্যামাইকান উইঙ্গার লিও বেইলিকে বায়ার লেভারকুসেন থেকে দলে ভেড়ানোর ঘোষনা দিয়েছিল এ্যাস্টন ভিলা।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বেটা ভার্সন