শিরোনাম

ঢাকা, ২৫ জানুয়ারি, ২০২৬ (বাসস) : জো রুটের অলরাউন্ড নৈপুন্যে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতা ফেরাল ইংল্যান্ড।
গতরাতে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংল্যান্ড ৫ উইকেটে হারিয়েছে শ্রীলংকাকে। ব্যাট হাতে ৭৫ রান ও বল হাতে ২ উইকেট নিয়ে ইংলিশদের জয়ে অবদান রাখায় ম্যাচ সেরা হন রুট।
কলম্বোতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৬৮ রানে ৩ উইকেট হারায় শ্রীলংকা। টপ অর্ডারে পাথুম নিশাঙ্কা ২৬, কামিল মিশারা ৫ ও কুশল মেন্ডিস ২৬ রানে থামেন।
চতুর্থ উইকেটে ৬৬ রানের জুটিতে শ্রীলংকার রান ১শ পার করেন ধনাঞ্জয়া ডি সিলভা ও অধিনায়ক চারিথ আসালঙ্কা। ৪টি চারে ৪০ রান করে বিদায় নেন ধনাঞ্জয়া।
হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ১টি চারে ৪৫ রানে থামেন আসালঙ্কা। দলীয় ১৭৯ রানে ষষ্ঠ ব্যাটার হিসেবে আসালঙ্কা ফেরার পর শ্রীলংকাকে বড় সংগ্রহ এনে দিতে পারেনি পরের দিকের ব্যাটাাররা। ফলে ৪৯.৩ ওভারে ২১৯ রানে অলআউট হয় স্বাগতিকরা। লোয়ার অর্ডারে পাভান রত্নানায়েকে ২৯ ও দুনিথ ওয়েলালাগে ২০ রান করেন।
২টি করে উইকেট নিয়ে শ্রীলংকার বড় সংগ্রহের পথে বাঁধা সৃষ্টি করেন ইংল্যান্ডের জেমি ওভারটন-আদিল রশিদ ও রুট।
জবাবে দলীয় ২০ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। ১৩ রানে আউট হন ওপেনার রেহান আহমেদ। দ্বিতীয় উইকেটে রুটের সাথে ৬৮ রান যোগ করে থামেন আরেক ওপেনার বেন ডাকেট। ৩৯ রানে আউট হন ডাকেট। চার নম্বরে নেমে ৬ রান করেন জ্যাকব বেথেল।
৯৭ রানে তৃতীয় উইকেট পতনের পর ইংল্যান্ডের জয়ের পথ মসৃণ করেন রুট ও অধিনায়ক হ্যারি ব্রুক। ওয়ানডেতে ৪৫তম হাফ-সেঞ্চুরি তুলে আউট হন রুট। ৫টি চারে ৭৫ রান করেন তিনি।
ব্রুক ব্যক্তিগত ৪২ রানে আউট হলে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন জশ বাটলার ও উইল জ্যাকস। বাটলার ৩৩ ও জ্যাকস ৮ রানে অপরাজিত থাকেন। ধনাঞ্জয়া ও জেফরি ভান্ডারসে ২টি করে উইকেট শিকার করেন।
আগামী ২৭ জানুয়ারি কলম্বোতে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলংকা ও ইংল্যান্ড।