শিরোনাম

ঢাকা, ২৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : গতরাতে শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট দ্বাদশ আসরের শিরোপা জিতেছে রাজশাহী ওয়ারিয়র্স।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে রাজশাহী ৬৩ রানে হারায় চট্টগ্রাম রয়্যালসকে। ফাইনালে ৬২ বলে ৬ বাউন্ডারি ও ৭ ওভার বাউন্ডারিতে ১০০ রান করেন রাজশাহীর ওপেনার তানজিদ হাসান। দলের জয়ে অবদান রাখায় ম্যাচ সেরা হন তিনি।
টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারি চট্টগ্রামের বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। ১২ ম্যাচে ২৬২ রান দিয়ে ২৬ উইকেট শিকার করেন তিনি। সর্বোচ্চ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন শরিফুল।
এবারের বিপিএলে সব মিলিয়ে প্রায় ৫ কোটি টাকার প্রাইজমানির মধ্যে কে কত পেলেন-
চ্যাম্পিয়ন ২ কোটি ৭৫ লাখ টাকা : রাজশাহী ওয়ারিয়র্স।
রানার্স-আপ ১ কোটি ৭৫ লাখ টাকা : চট্টগ্রাম রয়্যালস।
ফাইনালের সেরা ৫ লাখ টাকা : তানজিদ হাসান তামিম (৬২ বলে ১০০ রান), রাজশাহী।
টুর্নামেন্ট সেরা ১০ লাখ টাকা : শরিফুল ইসলাম (২৬ উইকেট), চট্টগ্রাম রয়্যালস।
সর্বোচ্চ উইকেট শিকারি ৫ লাখ টাকা : শরিফুল ইসলাম (২৬ উইকেট), চট্টগ্রাম রয়্যালস।
সেরা ব্যাটার ৫ লাখ টাকা : পারভেজ হোসেন ইমন (৩৯৫ রান), সিলেট টাইটান্স।
সেরা ফিল্ডার ৩ লাখ টাকা : লিটন দাস (১০ ক্যাচ), রংপুর রাইডার্স।
সেরা উদীয়মান ক্রিকেটার ৩ লাখ টাকা : রিপন মন্ডল (৮ ম্যাচে ১৭ উইকেট), রাজশাহী ওয়ারিয়র্স।
সেরা ক্যাচ ১ লাখ টাকা : মাহেদী হাসান (ঢাকা ক্যাপিটালস)।
পাওয়ার হিটার ৩ লাখ টাকা : তাওহীদ হৃদয় (রংপুর রাইডার্স)।