বাসস
  ২৪ জানুয়ারি ২০২৬, ১৭:১৭

সর্বোচ্চ উইকেটে টুর্নামেন্ট সেরা চট্টগ্রামের শরিফুল

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের দ্বাদশ আসরে সর্বোচ্চ উইকেট শিকারি রানার্স-আপ চট্টগ্রাম রয়্যালসের পেসার শরিফুল ইসলাম। ১২ ইনিংসে বল করে ২৬২ রান দিয়ে ২৬ উইকেট শিকার করেছেন তিনি। সর্বোচ্চ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছে শরিফুল। 

এছাড়াও বিপিএলের এক আসরে সবচেয়ে বেশি উইকেট শিকারে তাসকিন আহমেদের রেকর্ড ভেঙেছেন শরিফুল। ১২ ম্যাচে ২৬ উইকেট নিয়ে এবারের বিপিএল শেষ করেন তিনি। গত আসরে দুর্বার রাজশাহীর হয়ে ১২ ম্যাচে ২৫ উইকেট নিয়েছিলেন তাসকিন।

যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ১৮টি করে উইকেট নিয়েছেন সিলেট টাইটান্সের স্পিনার নাসুম আহমেদ ও চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সের শ্রীলংকান পেসার বিনুরা ফার্নান্দো। 

তৃতীয় সর্বোচ্চ ১৭ উইকেট নিয়েছেন রাজশাহীর পেসার রিপন মন্ডল। ১৬ উইকেট নিয়ে তালিকার পঞ্চম স্থানে নোয়াখালী এক্সপ্রেসের পেসার হাসান মাহমুদ। 

বিপিএল শীর্ষ পাঁচ বোলার :

ব্যাটার ম্যাচ ইনিংস উইকেট

শরিফুল ইসলাম (চট্টগ্রাম রয়্যালস)    ১২    ১২    ২৬

নাসুম আহমেদ (সিলেট টাইটান্স)    ১২    ১২    ১৮

বিনুরা ফার্নান্দো (রাজশাহী ওয়ারিয়র্স)    ১১    ১১    ১৮

রিপন মন্ডল (রাজশাহী ওয়ারিয়র্স)    ৮    ৮    ১৭

হাসান মাহমুদ (নোয়াখালী এক্সপ্রেস)    ১০    ১০    ১৬