শিরোনাম

ঢাকা, ১৪ জানুয়ারি, ২০২৬ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজের সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সিরিজটি চলতি মাসের শেষ দিকে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
আগামী ২৯ জানুয়ারি, ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে । তিনটি ম্যাচই শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায়। অস্ট্রেলিয়ার টি২০ দলের আগামী ২৮ জানুয়ারি লাহোরে পৌঁছানোর কথা রয়েছে।
এই সিরিজটি ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ প্রস্তুতি ম্যাচ হিসেবে কাজ করবে। বিশ্বকাপ ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপে গ্রুপ-এ’তে পাকিস্তানের প্রতিপক্ষ ভারত, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস ও নামিবিয়া। অন্যদিকে অস্ট্রেলিয়া গ্রুপ ‘বি’-তে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে ও ওমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতা করবে।
২০২২ এর মার্চ-এপ্রিলের পর পাকিস্তানে এটি অস্ট্রেলিয়ার তৃতীয় সফর। সে সময় তারা ঐতিহাসিক একটি টেস্ট সিরিজ খেলেছিল, এরপর একটি ওয়ানডে সিরিজ ও একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়া ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়া পাকিস্তানে তিনটি ম্যাচ খেলেছিল।
ঐ সময় গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়া তিন উইকেটের ব্যবধানে জয় পায়।
পিসিবির চিফ অপারেটিং অফিসার সুমাইর আহমেদ সাইয়েদ বলেন, “লাহোরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে স্বাগত জানাতে আমরা উচ্ছ্বসিত। এই সফরটি পাকিস্তান ক্রিকেট ভক্তদের জন্য বছরের শুরুতে একটি বড় আকর্ষণ এবং আমি আশা করি, দর্শকরা মাঠে এসে উভয় দলকে সমর্থন করবেন।
তিনি আরও বলেন, “আমি নিশ্চিত, গাদ্দাফি স্টেডিয়াম এখন অস্ট্রেলিয়ান দলের কাছে পরিচিত একটি ভেন্যু। কারণ ২০২২ সালের মার্চ এখানে তারা একটি টেস্ট, পাঁচটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে।”
সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে সাদা বলের সিরিজে পাকিস্তান অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল।
এখন পর্যন্ত পাকিস্তান ও অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে মুখোমুখি হয়েছে ২৮ বার। এর মধ্যে অস্ট্রেলিয়া জিতেছে ১৪টি ম্যাচ, পাকিস্তান জিতেছে ১২টি। একটি ম্যাচ টাই হয়েছে এবং আরেকটি ম্যাচের কোনো ফল হয়নি।
পাকিস্তান-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের সূচি:
২৯ জানুয়ারি : ১ম টি২০
৩১ জানুয়ারি : ২য় টি২০
১ ফেব্রুয়ারি : ৩য় টি-২০