শিরোনাম

শরীয়তপুর, ১৪ জানুয়ারি ২০২৬ (বাসস) : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শরীয়তপুরে অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানের ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬।
মঙ্গলবার সকাল ১০টায় বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক তাহসিনা বেগম। এ সময় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার রওনক জাহান ও জেলা শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম।
প্রথম দিনে বালক-বালিকাদের ক্রিকেট ইভেন্ট অনুষ্ঠিত হয়। আজ দিনব্যাপী বালক-বালিকাদের ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, ভলিবল,হকি, দৌড়, গোলক নিক্ষেপ সহ অন্যান্য ইভেন্ট অনুষ্ঠিত হয়।
বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন শরীয়তপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইমরুল হাসান। অনুষ্ঠানের শরীয়তপুর জেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষকগণসহ ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।