শিরোনাম

ঢাকা, ৬ জানুয়ারি ২০২৬ (বাসস) : অ্যাশেজ সিরিজের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরি ও সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার স্টিভেন স্মিথ।
অ্যাশেজের ৭৫তম সিরিজের পঞ্চম ও শেষ টেস্টের তৃতীয় দিন সেঞ্চুরি করেন স্মিথ। অ্যাশেজের ইতিহাসে ৪১ ম্যাচ খেলে ৭৩তম ইনিংসে ১৩তম সেঞ্চুরির স্বাদ নেন তিনি।
ফলে অ্যাশেজে সর্বোচ্চ সেঞ্চুরিতে দ্বিতীয় স্থানে জায়গা করে নেন স্মিথ।
দ্বিতীয় স্থানে জায়গা করে নিতে ইংল্যান্ডের জ্যাক হবসকে পেছনে ফেলেন স্মিথ। ৪১ ম্যাচের ৭১ ইনিংসে ১২টি সেঞ্চুরি করেছেন হবস।
অ্যাশেজে সর্বোচ্চ সেঞ্চুরির অনন্য রেকর্ড রয়েছে কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের। ৩৭ ম্যাচের ৬৩ ইনিংসে ১৯টি সেঞ্চুরি করেছেন ব্র্যাডম্যান।
রেকর্ড সেঞ্চুরির ইনিংসে তৃতীয় দিন শেষে অপরাজিত ১২৯ রান করেছেন স্মিথ। এই ইনিংস খেলার পথে অ্যাশেজের ইতিহাসে সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় স্থানে উঠেছেন তিনি। এক্ষেত্রেও হবসকে পেছনে ফেলেছেন স্মিথ। ৭৩ ইনিংসে স্মিথের রান ৩৬৮২ এবং ৭১ ইনিংসে হবসের রান ৩৬৩৬।
অ্যাশেজে সর্বোচ্চ সেঞ্চুরির মত সর্বোচ্চ রানও ব্র্যাডম্যানের। ৬৩ ইনিংসে ৫০২৮ রান করেছেন এই কিংবদন্তি।
অ্যাশেজের ১৩তম সেঞ্চুরি স্মিথের টেস্ট ক্যারিয়ারের ৩৭তম শতক। টেস্টে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় ষষ্ঠ স্থানে উঠেছেন স্মিথ। তার সামনে আছেন ভারতের শচীন টেন্ডুলকার (৫১ সেঞ্চুরি), দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস (৪৫ সেঞ্চুরি), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৪১ সেঞ্চুরি), ইংল্যান্ডের জো রুট (৪১ সেঞ্চুরি) এবং শ্রীলংকার কুমার সাঙ্গাকারা (৩৮ সেঞ্চুরি)।
টেস্টে অধিনায়ক হিসেবে ১৮তম সেঞ্চুরি করেন স্মিথ। টেস্টে অধিনায়ক হিসেবে চতুর্থ সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন তিনি। এই তালিকায় সবার উপরে আছেন দক্ষিণ আফ্রিকার গ্র্যাহাম স্মিথ। ২৫ ম্যাচে অধিনায়ক হিসেবে ২৫টি সেঞ্চুরি করেছেন তিনি। এরপর আছেন ভারতের বিরাট কোহলি (২০ সেঞ্চুরি) এবং অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (১৯ সেঞ্চুরি)।
ঘরের মাঠে অধিনায়ক হিসেবে ১১তম সেঞ্চুরি করে স্বদেশি পন্টিংয়ের রেকর্ড স্পর্শ করেছেন স্মিথ। ১১ টি সেঞ্চুরি আছে পন্টিংয়েরও।
এছাড়া সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সর্বোচ্চ সেঞ্চুরি ও রানে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন স্মিথ। সিডনিতে ৫টি সেঞ্চুরি ও ১২২৫ রান করেছেন স্মিথ। সর্বোচ্চ ৬টি সেঞ্চুরিতে ১৪৮০ রান নিয়ে তালিকার শীর্ষে আছেন পন্টিং।
স্মিথের সাথে সিডনি টেস্টের তৃতীয় দিন সেঞ্চুরি করেছেন ওপেনার ট্রাভিস হেডও। ১৬৬ বলে ১৬৩ রান করেন তিনি। সিডনিতে প্রথম শতকের দেখা পেয়েছেন হেড। এর মাধ্যমে ঘরের মাঠে সাত ভেন্যুতে সেঞ্চুরি করা পঞ্চম অস্ট্রেলিয়ান ব্যাটার হলেন হেড। তার আগে ঘরের মাঠে সাত ভেন্যুতে শতক হাঁকিয়েছেন স্টিভ ওয়াহ, ম্যাথু হেইডেন, জাস্টিন ল্যাঙ্গার ও ডেভিড ওয়ার্নার।