বাসস
  ০৪ জানুয়ারি ২০২৬, ১৫:৪০

চট্টগ্রামকে জয়ের জন্য ১২৭ রানের লক্ষ্য দিল সিলেট

ঢাকা, ৪ জানুয়ারি ২০২৬ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের দ্বাদশ আসরের ১১তম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে জয়ের জন্য ১২৭ রানের টার্গেট দিয়েছে সিলেট টাইটান্স। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেটে ১২৬ রান করে সিলেট। 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে চট্টগ্রাম বোলারদের তোপে পাওয়ার প্লেতে ৩৪ রানে ৫ উইকেট হারায় সিলেট টাইটান্স।

এসময় সিলেটের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ৫, হজরতুল্লাহ জাজাই ৪, জাকির হাসান ১৫, ইথান ব্রুকস ১৭ ও আফিফ হোসেন ৪ রানে আউট হন। 

ষষ্ঠ উইকেটে ৪৬ বলে ৪৩ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন পারভেজ হোসেন ইমন ও আজমতুল্লাহ ওমারজাই। ব্যক্তিগত ১৭ রানে ইমন ফেরার পর রাহাতুল ফেরদৌসকে নিয়ে ৩১ বলে ৩৪ রান যোগ করে থামেন ওমারজাই। ৪টি চার ও ১টি ছক্কায় ৪১ বলে ৪৪ রান করেন ওমারজাই। 

দলীয় ১১১ রানে ওমারজাই আউটের পর অষ্টম উইকেটে ১০ বলে ১৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে সিলেটকে ২০ ওভারে ৭ উইকেটে ১২৬ রানের মামুলি সংগ্রহ এনে দেন রাহাতুল ও নাসুম আহমেদ। রাহাতুল ১৭ ও নাসুম ২টি চারে ৬ বলে ১৩ রানে অপরাজিত থাকেন। 

চট্টগ্রাম অধিনায়ক মাহেদি হাসান ১৮ রানে ও মির্জা বেগ ২৪ রানে ২টি করে উইকেট নেন।