বাসস
  ০৮ অক্টোবর ২০২৫, ২০:৪৭
আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ২০:৫৫

খেলোয়াড়দের আগ্রহ এবং কল্যাণকে অগ্রাধিকার দেয় সিসিডিএম

ঢাকা, ৮ অক্টোবর ২০২৫ (বাসস) : ২০২৫-২৬ ঘরোয়া মৌসুমের সূচি অনুযায়ী নির্ধারিত লিগের খেলা আয়োজনের প্রতিশ্রুতি রক্ষার বিষয়ে আশ্বস্ত করেছে ক্লাব ভিত্তিক প্রতিযোগিতার আয়োজক ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। 

সিসিডিএম খেলোয়াড় ও স্টেকহোল্ডারদের আশ্বস্ত করতে চায়, প্রতিযোগিতা আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। আজ এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, ঢাকা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ, ঢাকা প্রথম বিভাগ টি-টোয়েন্টি লিগ, ঢাকা তৃতীয় বিভাগ বাছাই লিগ এবং সিসিডিএম চ্যালেঞ্জ কাপ নির্ধারিত সময় অনুযায়ী হবে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বিসিবি এবং সিসিডিএমের কাছে খেলোয়াড়দের স্বার্থ ও কল্যাণই সবচেয়ে বেশি অগ্রাধিকার পায়।’