ঢাকা, ২৬ ডিসেম্বর, ২০২১ (বাসস) : বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) আগামী চার বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে। নব-নির্বাচিত কমিটির প্রথম সভা আগামীকাল দুপুর ১টায় বিওএ ভবনের বোর্ড রুমে অনুষ্ঠিত হবে।
বিওএ মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফখরুদ্দিন হায়দার (অব.) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
বিওএ'র নতুন কমিটির সভাপতি নির্বচিত হয়েছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, এসবিপি, ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এবং টানা তৃতীয়বারের মতো মহাসচিব নির্বাচিত হয়েছেন সৈয়দ শাহেদ রেজা।
গত ৯ ডিসেম্বর শাহেদ রেজার নেতৃত্বে একটি প্যানেল মনোনয়নপত্র জমা দেয়। যা প্রত্যাহারের শেষ দিন ছিল ১৭ ডিসেম্বর। তবে কেউ প্রত্যাহার না করায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই নির্ধারিত ২২ ডিসেম্বর আর নির্বাচনের প্রয়োজন পড়েনি।
নতুন কমিটিতে সহ-সভাপতি পদে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ এবং আর্চারি ফেডারেশনের সভাপতি লে. জেনারেল (অব.) মইনুল ইসলাম প্রথমবার নির্বাহী কমিটিতে জায়গা করে নিয়েছেন।
আগেরবারের তিন সহ-সভাপতি শেখ বশির আহমেদ, অঞ্জন চৌধুরী ও মাহবুব আরা গিনি এবারও নির্বাচিত হয়েছেন।
উপ-মহাসচিব পদে একটি পরিবর্তন এসেছে। শুটিং স্পোর্টস ফেডারেশনের মহাসচিব ইন্তেখাবুল হামিদ প্রথমবারের মতো কমিটিতে জায়গা করে নিয়েছেন। এছাড়া আগের দুজন আশিকুর রহমান মিকু ও নজিব আহমেদও আছেন।
কোষাধ্যক্ষ পদে বাস্কেটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কমা. (অব:) একে সরকার নির্বাচিত হয়েছেন। যিনি আগের কমিটির সদস্য ছিলেন।
এছাড়া সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন আসাদুজ্জামান কোহিনূর, এম বি সাইফ, মোহাম্মদ আলী দ্বীন, তাবিউর রহমান, জাকি আহাম্মেদ রিপন, অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু, খন্দকার হাসান মুনীর, আমির হোসেন বাহার, মাহমুদুল হাসান রানা, মহিউদ্দিন আহমেদ মহি, মাজহারুল ইসলাম, আব্দুল গাফফার, লে. কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম, কামরুন্নাহার হীরু, এস এম নেওয়াজ সোহাগ, হাবিবুর রহমান, সিরাজ উদ্দিন মো. আলমগীর, এস এম মোর্তজা রশিদী দারা, শামীম মতিন চৌধুরী, প্রকৌশলী ফিরোজা করিম নেলী, মোশারফ হোসেন মোল্লা ও শাহ আলম সর্দার।