বাসস
  ০৭ অক্টোবর ২০২৫, ১৭:৩৬
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১৮:৪২

‘অনিচ্ছা’ সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় ইউরোপীয়ান লিগ খেলার অনুমতি দিল উয়েফা

ঢাকা, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : সমর্থকরা প্রতিবাদ জানালেও শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও স্প্যানিশ লা লিগা ও ইতালিয়ান সিরি-এ লিগের ম্যাচ যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় খেলার অনুমতি দিয়েছে ইউরোপীয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা। 

এ প্রসঙ্গে উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফেরিন এক বিবৃতিতে বলেছেন, ‘যদিও এই দুটি খেলাকে এগিয়ে যেতে দেওয়া দুঃখজনক, এই সিদ্ধান্ত ব্যতিক্রমী এবং এটিকে নজির স্থাপন হিসেবে দেখা হবে না।’

সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বরের শেষে ফ্লোরিডার মিয়ামিতে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা বনাম ভিয়ারিয়ালের ম্যাচটি আয়োজনের অনুমতি দিয়েছে উয়েফা। অন্যদিকে এসি মিলান ও কোমোর বিপক্ষে সিরি-এ লিগের ম্যাচটি আগামী ৮ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত হবে। মিলানের সান সিরো স্টেডিয়ামে শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কারনে সিরি-এ উয়েফার কাছে ম্যাচটি সরিয়ে নেবার অনুরোধ জানিয়েছিল। 

কিন্তু বিষয়টি মোটেই ভাল চোখে দেখেনি ইউরোপীয়ান সমর্থকরা। উয়েফার এই সিদ্ধান্তকে তারা ‘অযৌক্তিক, অসাধ্য, এবং পরিবেশগতভাবে দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করেছে।

উয়েফা তাদের বিবৃতিতে বলেছে যে তারা ‘ঘরোয়া লিগের ম্যাচগুলি তাদের দেশের বাইরে খেলার স্পষ্ট বিরোধিতা পুনর্ব্যক্ত করেছে। কিন্তু ভক্ত, অন্যান্য লীগ, ক্লাব, খেলোয়াড় এবং ইউরোপীয় প্রতিষ্ঠানগুলির দ্বারা ইতোমধ্যেই ব্যাপক সমর্থনের অভাব সত্ত্বেও, উয়েফা বলেছে যে তারা ফিফার আইনে এমন কোনও স্পষ্ট নিয়ন্ত্রক কাঠামো খুঁজে পায়নি যা তাদের এই পদক্ষেপের বিরোধিতা করার অনুমতি দেবে। উয়েফা নির্বাহী কমিটি অনিচ্ছা সত্ত্বেও ব্যতিক্রমী ভিত্তিতে দুটি অনুরোধ অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে।’

উয়েফার এই সিদ্ধান্তকে লা লিগার বড় জয় হিসেবে দেখা হচ্ছে। ২০১৭ সাল থেকে লা লিগা কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রে একটি লিগ ম্যাচ আয়োজনের চেষ্টা চালিয়ে আসছে। চলতি বছর শুরুর দিকে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) যে প্রস্তাব দিয়েছিল তার পক্ষে অবস্থান নেয়ায় উয়েফার এই অনিচ্ছাকৃত অনুমোদন প্রক্রিয়াটিকে ব্যাপকভাবে এগিয়ে দিলো।

লা লিগার একটি সূত্র ইএসপিএনকে জানিয়েছে, এখন কনকাকাফ ও যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনকে বিষয়টি জানানো হবে এবং আশা করা হচ্ছে তারা কোনো আপত্তি তুলবে না। এরপর বিষয়টি যাবে ফিফার কাছে। ইএসপিএনের পক্ষ থেকে ফিফার সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো উত্তর মেলেনি।

স্পেনের ভেতরে অবশ্য এখনো এ বিষয়ে প্রবল বিরোধিতা রয়েছে। খেলোয়াড় সংগঠন (এএফই), সমর্থকগোষ্ঠী এবং কয়েকটি ক্লাব বিশেষ করে রিয়াল মাদ্রিদ বলেছে, এতে প্রতিযোগিতার সৌন্দর্য্য নষ্ট হবে। তারা সরাসরি ম্যাচ ঠেকাতে না পারলেও বিষয়টি সর্বোচ্চ ক্রীড়া আদালতে (সিএএস) নিতে পারেন। তারিখ নিয়েও অবশ্য জটিলতা রয়েছে। ভিয়ারিয়াল-বার্সেলোনা ম্যাচ নির্ধারিত হয়েছে ডিসেম্বরের ২০ অথবা ২১ তারিখ।

কিন্তু ২১ ডিসেম্বর এনএফএলের দল মিয়ামি ডলফিনসের হার্ড রক স্টেডিয়ামে সিনসিনাটি বেঙ্গলসের বিপক্ষে খেলার সূচি আছে। এক দিনের ব্যবধানে একই মাঠে ফুটবল ও আমেরিকান ফুটবলের দুটি বড় ম্যাচ আয়োজন করাও কঠিন হবে।