বাসস
  ০৭ অক্টোবর ২০২৫, ১৬:৩৬

সিরিজ শুরুর আগেই ছিটকে গেলেন সেলিম

ঢাকা, ৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : ইনজুরির কারণে বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন আফগানিস্তান পেসার মোহাম্মদ সেলিম। তার বদলি হিসেবে দলে সুযোগ পেয়েছেন আরেক পেসার বিলাল সামি।

এক বিবৃতিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, কুঁচকির ইনজুরির কারণে বাংলাদেশ সিরিজে খেলতে পারবেন না সেলিম। পুনর্বাসনের জন্য বোর্ডের হাই পারফরমেন্স সেন্টারে যাবেন তিনি।

২০২৩ সালে ওয়ানডে দিয়ে অভিষেক হয় ২৩ বছর বয়সী সেলিমের। এরপর আফগানদের হয়ে ১টি টেস্ট ও টি-টোয়েন্টি এবং ২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। ক্যারিয়ারের দু’টি ওয়ানডে বাংলাদেশের বিপক্ষে খেলেছেন সেলিম।  

সেলিমের ইনজুরিতে দলে ফিরেছেন ২১ বছর বয়সী সামি। গেল বছরের ডিসেম্বরে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। মাত্র একটি ম্যাচ খেলে দল থেকে বাদ পড়েন সামি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৫ ম্যাচ খেলে ৪৪ উইকেট শিকার করেছেন তিনি।

আগামী ৮ অক্টোবর থেকে আবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে আফগানিস্তান।

আফগানিস্তান ওয়ানডে দল : হাশমতুল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইকরাম আলি খিল (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, দারউইশ রাসুলি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গোলিয়া খারোতে, মোহাম্মদ গাজানফার, আবদুল্লাহ আহমাদজাই, বশির আহমাদ এবং বিলাল সামি।