বাসস
  ০৬ অক্টোবর ২০২৫, ০০:৪১
আপডেট : ০৬ অক্টোবর ২০২৫, ০০:৪৭

পাকিস্তানকে ৮৮ রানে হারিয়েছে ভারত

ছবি : সংগৃহীত

ঢাকা, ৫ অক্টোবর ২০২৫ (বাসস) : নারী ওয়ানডে বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচে ভারত ৮৮ রানে হারিয়েছে পাকিস্তানকে। 

আজ কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ২৪৭ রানে অলআউট হয় ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন হারলিন দেওল।

এছাড়া উইকেটরক্ষক রিচা ঘোষ ২০ বলে অপরাজিত ৩৫, জেমিমা রড্রিগেজ ৩২ ও প্রাতিকা রাওয়াল ৩১ রান করেন। 

বোলিংয়ে পাকিস্তানের পক্ষে ১০ ওভারে ৬৯ রানে ৪ উইকেট নেন পেসার ডায়না বেগ। 

২৪৮ রানের টার্গেটে খেলতে নেমে ভারতীয় বোলারদের তোপে সুবিধা করতে পারেনি পাকিস্তান। ৪৩ ওভারে ১৫৯ রানে অলআউট হয় তারা। দলের হয়ে মাত্র তিনজন ব্যাটার দুই অংকে পা রাখতে পারেন। 

তিন নম্বরে ব্যাট হাতে নেমে একাই লড়াই করেছেন সিদরা আমিন। ৯টি চার ও ১টি ছক্কায় ১০৬ বলে ৮১ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৩৩ রান করেন নাতালিয়া পারভেজ। 

ভারতের পেসার ক্রান্তি গৌড় ২০ রানে এবং স্পিনার দীপ্তি শর্মা ৪৫ রানে ৩টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন ক্রান্তি।

চলতি বিশ্বকাপে ২ ম্যাচ খেলে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ভারত। সমানসংখ্যক ম্যাচ খেলে দু’টিতেই হেরেছে পাকিস্তান। 

পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে ২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে আছে বাংলাদেশ নারী দল।