বাসস
  ০৫ অক্টোবর ২০২৫, ২২:৩৪

বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিল আফগানিস্তান

ছবি : সংগৃহীত

ঢাকা, ৫ অক্টোবর ২০২৫ (বাসস) : তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে জয়ের জন্য ১৪৪ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেটে ১৪৩ রান করতে পারে আফগানরা। 

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২ ওভারে ২০ রান তুলে ফেলে আফগানিস্তানের দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। তৃতীয় ওভারের শুরুতে জাদরানকে ৭ রানে থামিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন পেসার শরিফুল ইসলাম। পরের ওভারে গুরবাজকে ১২ রানে বিদায় করেন স্পিনার নাসুম আহমেদ। 

দুই ওপেনারের পর, পাওয়ার প্লের শেষ বলে তৃতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ। ওয়াফিউল্লাহ তারাখিলকে ১১ রানে বোল্ড করেন পেসার মোহাম্মদ সাইফুদ্দিন। 

৩৯ রানে ৩ উইকেট পতনের পর জুটি গড়ার চেষ্টা করেন সেদিকুল্লাহ আতাল ও দারউইশ রাসুলি। ২৫ বলে ৩৪ রান যোগ করে বিচ্ছিন্ন হন তারা। ১টি করে চার-ছক্কায় ২৩ বলে ২৮ রানে সাইফুদ্দিনের দ্বিতীয় শিকার হন আতাল। 

দলীয় ৭৩ রানে চতুর্থ ব্যাটার হিসেবে আতাল ফেরার পর মিনি ধস নামে আফগানিস্তানে ব্যাটিংয়ে। ২৫ রানে ৫ ব্যাটারকে হারালে ৮ উইকেটে ৯৮ রানে পরিণত হয় আফগানরা।

দ্রুত গুটিয়ে যাবার শঙ্কায় পড়া আফগানিস্তানকে রক্ষা করেন রাসুলি ও মুজিব উর রহমান। নবম উইকেটে ২২ বলে ৩৪ রান যোগ করে আফগানিস্তানকে লড়াকু পুঁজির পথ দেখান তারা। ২ চার ও ১ ছক্কায় ২৯ বলে ৩২ রান করে রাসুলি ১৯তম ওভারের দ্বিতীয় বলে ফিরলেও, আফগানদের ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রানের সংগ্রহ এনে দেন মুজিব ও বশির আহমাদ। শেষ উইকেটে ১০ বলে অবিচ্ছিন্ন ১১ রান যোগ করেন তারা। 

৪টি চারে ১৮ বলে ২৩ রানে মুজিব ও বশির ২ রানে অপরাজিত থাকেন। 

বাংলাদেশের সাইফুদ্দিন ১৫ রানে ৩টি, নাসুম-তানজিম ২টি করে এবং শরিফুল-রিশাদ ১টি করে উইকেট শিকার করেন।