শিরোনাম
ঢাকা, ৫ অক্টোবর ২০২৫ (বাসস) : আগামীকাল রাজধানীর একটি স্থানীয় হোটেলে বহুল প্রত্যাশিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
সভাপতি নির্বাচনের জন্য নিজেদের ভোট প্রয়োগ করবেন নির্বাচিত পরিচালকরা।
পরিচালনা পর্ষদের নির্বাচন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে। একই দিন সন্ধ্যা ৬টায় ফলাফল ঘোষণা করা হবে।
সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। এরপর রাত ৯টায় ফলাফল ঘোষণা করা হবে।
দেশের সব জেলায় ক্রিকেট ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন বিসিবি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম বুলবুল।
নির্বাচনী প্রচারণার সময় আনন্দদায়ক অভিজ্ঞতা অর্জন করেছেন বলে জানান বুলবুল। তিনি বলেন, ‘আমাদের প্রধান লক্ষ্য ক্রিকেটের উন্নয়ন করা। আমি ঢাকা বিভাগ থেকে প্রতিদ্বন্দ্বীতা করছি এবং ঢাকায় ১৭টি জেলা আছে।’
তিনি আরও বলেন, ‘একটি জেলা কিশোরগঞ্জ। আমি যখন সেখানে ভোট চেয়েছিলাম আমি দেখেছিলাম যে তারা ক্রিকেট নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে, তাদের স্বপ্ন ও পরিকল্পনা হল আশ্চর্যজনক।’
বুলবুল আরও বলেন, ‘আমরা যদি এটি আরও ১৬টি জেলায় ছড়িয়ে দিতে পারি, পরে ৬৪টি জেলায়, ক্রিকেট আরও উচ্চতায় পৌঁছে যাবে। আমি মনে করি আমরা এখনও আমাদের ক্রিকেটের শক্তি জানি না, বিশেষ করে তৃৃণমূল পর্যায়ে।’
বিসিবি নির্বাচনকে ঘিরে ভালো প্রচার দেখেছেন বুলবুল। যা তাকে অবাক করেছে। তিনি বলেন, ‘আমি মনে করি আমাদের দেশের ক্রিকেট বোর্ডের নির্বাচন সেরা নির্বাচন। যেদিন বাংলাদেশ দু’টি ম্যাচ জিতেছিল- আফগানিস্তানের সাথে টি-টোয়েন্টি এবং ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে নারী দলের জয়। ঐ দিন বিসিবি নির্বাচনের খবর বড় হয়ে ওঠে।’