বাসস
  ০৫ অক্টোবর ২০২৫, ২০:২৪
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ২৩:২৮

আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ঢাকা, ৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলি।

প্রথম দুই ম্যাচে আফগানিস্তানকে যথাক্রমে- ৪ ও ২ উইকেটে হারিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন করেছে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানের পরিবর্তে একাদশে ফিরেছেন তানজিম হাসান সাকিব।

আফগানিস্তান একাদশেও একটি পরিবর্তন হয়েছে। নূর আহমাদের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন বশির আহমাদ। টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১৫টি ম্যাচ খেলে ৮টিতে জয় ও ৭টিতে হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ : জাকের আলী (অধিনায়ক), সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান, শামীম হোসেন, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিব।

আফগানিস্তান একাদশ : রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, দারউইশ রাসুলি, আজমতুল্লাহ ওমারজাই, মোহাম্মদ নবী, বশির আহমাদ, মুজিব উর রহমান, ওয়াফিউল্লাহ তারাখিল ও আব্দুল্লাহ আহমাদজাই।