বাসস
  ০৪ অক্টোবর ২০২৫, ২১:৩৫

রংপুরকে হারিয়ে দ্বিতীয় জয় রাজশাহীর

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস) : তিন ম্যাচ পর এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে জয়ের দেখা পেল রাজশাহী বিভাগ।

আজ ষষ্ঠ রাউন্ডের ম্যাচে রাজশাহী বিভাগ ৪ উইকেটে হারিয়েছে রংপুর বিভাগকে। আগের তিন ম্যাচের মধ্যে ২টি হার ও ১টি পরিত্যক্ত হয়েছিল রাজশাহীর। ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠেছে রাজশাহী। সমানসংখ্যক ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে রংপুর।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ১৪৩ রানে অলআউট হয় রংপুর।

১২ রানে ৩ উইকেট পতনের পর ইকবাল হোসেনের হাফ-সেঞ্চুরিতে লড়াইয়ে ফিরে রংপুর। ৩টি চার ও ১টি ছক্কায় ৪৫ বলে দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন ইকবাল।

এছাড়া নাইম ইসলাম ২০ ও অধিনায়ক আকবর আলি ২৮ রান করেন। রাজশাহীর সাব্বির হোসেন ৩টি উইকেট নেন।

জবাবে শাকির হোসেনের অনবদ্য হাফ-সেঞ্চুরিতে ২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে রাজশাহী। ১০৩ রানে ষষ্ঠ উইকেট পতনের পর নাহিদুজ্জামানের সঙ্গে ৪১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন শাকির।

সাত নম্বরে নেমে ২টি চার ও ৩টি ছক্কায় ৪২ বলে অপরাজিত ৫২ রান করেন শাকির। ২টি করে চার ও ছক্কায় ১৪ বলে অপরাজিত ২৭ রান করেন নাহিদুজ্জামান। এছাড়া ৩৫ বলে ৩৫ রান করেন সাব্বির রহমান।

রংপুরের বাঁহাতি স্পিনার আবু হাসিম ৭ রানে ৪ উইকেট নেন।