বাসস
  ০৪ অক্টোবর ২০২৫, ২১:৩৩

সাদমানের প্রথম সেঞ্চুরিতে ঢাকা মেট্রোর বড় জয়

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস): ওপেনার সাদমান ইসলামের প্রথম সেঞ্চুরিতে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে বড় জয়ের স্বাদ পেয়েছে ঢাকা মেট্রো।

আজ ষষ্ঠ রাউন্ডের ম্যাচে মেট্রো ৯৬ রানে হারিয়েছে বরিশাল বিভাগকে। টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম সেঞ্চুরির ইনিংসে ৬১ বলে ১০১ রান করেন সাদমান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নামা মেট্রোকে উদ্বোধনী জুটিতে ১০৫ বলে ১৭৭ রান এনে দেন দুই ওপেনার মাহফিজুল ইসলাম ও সাদমান।

জুটিতে ৯টি চার ও ২টি ছক্কায় ৪৯ বলে ৭৯ রান করে আউট হন মাহফিজুল।

তবে ২১ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি তুলে নেন সাদমান। ইনিংসের শেষ ওভারে আউট হওয়ার আগে ১১টি চার ও ৪টি ছক্কায় ৬১ বলে ১০১ রান করেন তিনি।

এতে ২০ ওভারে ৬ উইকেটে ১৯৭ রানের সংগ্রহ পায় মেট্রো।

বরিশালের ইফতেখার হোসেন ইফতি ২ ওভারে ১০ রানে ৪ উইকেট নেন।

জবাবে মেট্রোর দুর্দান্ত বোলিং নৈপুণ্যে ১৭.৫ ওভারে ১০১ রানে অলআউট হয় বরিশাল। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন আজমির আহমেদ।

এছাড়া জাহিদুজ্জামান ১৮ ও ফজলে মাহমুদ ১৬ রান করেন।

বোলিংয়ে মেট্রোর হয়ে মারুফ মৃধা ৩টি, আবু হায়দার ও রাকিবুল হাসান ২টি করে উইকেট নেন।
ম্যাচ সেরা হন সাদমান।

৬ ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠেছে মেট্রো।

সমানসংখ্যক ম্যাচে ৫টিতে হার ও ১টি পরিত্যক্ত হওয়ায় ১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে বরিশাল।