বাসস
  ০৪ অক্টোবর ২০২৫, ২১:৩১

টি-টোয়েন্টিতে ডট বল দেওয়ার বিশ্ব রেকর্ড মুস্তাফিজের

ঢাকা, ৪ অক্টোবর, ২০২৫ (বাসস): আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ডট বল দেওয়ার বিশ্ব রেকর্ড গড়েছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান।

গত রাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪ ওভার বল করে ৭টি ডট বল করেন মুস্তাফিজ। এতেই সংক্ষিপ্ত সংস্করণে সবচেয়ে বেশি ডট বলের রেকর্ড গড়েছেন ‘ফিজ’।

এখন পর্যন্ত ১২১ ম্যাচের ১২০ ইনিংসে ২ হাজার ৬১৬টি বল করে ১ হাজার ১৪২টি ডট বল করেছেন মুস্তাফিজ।

এই তালিকার দ্বিতীয় স্থানে আছেন নিউজিল্যান্ডের সাবেক পেসার টিম সাউদি। ১২৩ ইনিংসে ২ হাজার ৭৫৩টি বল করে ১ হাজার ১৩৮টি ডট বল করেছেন তিনি।

১২৫ ইনিংসে ২ হাজার ৭২০টি বল করে ১ হাজার ৭৮টি ডট ডেলিভারি দিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন সাকিব আল হাসান।

মুস্তাফিজ, সাউদি ও সাকিব ছাড়া বিশ্বের আর কোনো বোলার টি-টোয়েন্টিতে এক হাজার বা তার বেশি ডট বল দিতে পারেননি।

ইংল্যান্ডের আদিল রশিদ ১২৬ ইনিংসে ২ হাজার ৭৫৬টি বল করে ৯৮৮টি ডট বল দিয়ে তালিকার চতুর্থ স্থানে আছেন।

১০৫ ইনিংসে ২ হাজার ৪০৮টি বল করে ৯৮৪টি ডট ডেলিভারি দিয়ে তালিকার পঞ্চম স্থানে আছেন আফগানিস্তানের রশিদ খান।