বাসস
  ০৩ অক্টোবর ২০২৫, ১৯:৫৪

বিজয়ের ব্যাটিংয়ে হ্যাটট্রিক জয় খুলনার

ছবি : সংগৃহীত

ঢাকা, ৩ অক্টোবর ২০২৫ (বাসস) : ওপেনার এনামুল হক বিজয়ের হাফ-সেঞ্চুরির ইনিংসে এনসিএল টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক জয়ের স্বাদ পেল খুলনা বিভাগ। আজ পঞ্চম রাউন্ডের ম্যাচে খুলনা ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বরিশাল বিভাগকে। এই নিয়ে টানা চার ম্যাচ হারল বরিশাল। ব্যাট হাতে ৪৭ বলে অপরাজিত ৭২ রান করেন বিজয়।  

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বরিশালকে ব্যাটিংয়ে পাঠায় খুলনা। ব্যাট হাতে নেমে ২ উইকেটে ১শ রান করে বরিশাল। 

১৫তম ওভারে দলীয় ১০৬ রানে তৃতীয় উইকেট পতনের পর খেই হারায় বরিশাল। নিয়মিত উইকেট পতনে বড় স্কোর পায়নি তারা। ২০ ওভারে ৭ উইকেটে ১৩৭ রান তুলে বরিশাল। 

ভাল শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি দুই ওপেনার আজমির আহমেদ-ইফতেখার হোসেন ইফতি ও তিন নম্বরে নামা ফজলে মাহমুদ। 

আজমির ১৭ বলে ২৪, ইফতি ৩২ বলে ৩৪ ও ফজল ৩৫ বলে ৩২ রান করেন। টপ-অর্ডার ব্যাটারদের পর বরিশালের হয়ে অধিনায়ক সালমান হোসেন ইমন ও সোহাগ গাজী ১৫ রান করে করেন। খুলনার শেখ পারভেজ জীবন ও জিয়াউর রহমান ২টি করে উইকেট নেন। 

জবাবে ৫ ওভারে ৪৩ রানের সূচনা করেন ইমরানুজ্জামান ও বিজয়। ২১ বলে ৩০ রান করে আউট হন ৩টি চার ও ২টি ছক্কা হাঁকানো ইমরানুজ্জামান। 

দ্বিতীয় উইকেটে ৬৭ রানের জুটিতে খুলনার জয়ের পথ সহজ করেন বিজয় ও আফিফ হোসেন। ২৪ বলে ২১ রান করে ফিরেন আফিফ। 

এরপর তৃতীয় উইকেটে ২৮ রানের অবিচ্ছিন্ন খুলনাকে জয়ের বন্দরে নেন বিজয় ও অধিনায়ক মোহাম্মদ মিথুন। ৬টি চার ও ৩টি ছক্কায় ৪৭ বলে অনবদ্য ৭২ রান করে ম্যাচ সেরা হন বিজয়। ৮ রানে অপরাজিত ছিলেন মিথুন।