বাসস
  ০৩ অক্টোবর ২০২৫, ১৮:৩৮

মারুফার প্রশংসায় মালিঙ্গা

ঢাকা, ৩ অক্টোবর ২০২৫ (বাসস) : গতরাতে পেসার মারুফা আক্তারের দুর্দান্ত বোলিং নৈপুন্যে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। ৭ ওভারে ৩১ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন মারুফা। 

মারুফার বোলিংয়ে মুগ্ধ হয়েছেন শ্রীলংকার পেসার লাসিত মালিঙ্গা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আপলোড করা মারুফার বোলিংয়ের ভিডিও শেয়ার করেছেন লংকান সাবেক পেসার। 

শেয়ার করা ভিডিওর ক্যাপশনে মালিঙ্গা লিখেছেন, ‘নিখুঁত স্কিল। চমৎকার নিয়ন্ত্রণ। এখন পর্যন্ত এই টুর্নামেন্টের সেরা ডেলিভারি।’

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের প্রথম ওভারে বল হাতে আক্রমণে আসেন মারুফা। ঐ ওভারের পঞ্চম বলে দুর্দান্ত ইনসুইঙ্গারে পাকিস্তান ওপেনার ওমাইমা সোহেলকে বোল্ড করেন মারুফা। পরের ডেলিভারিতে সিদরা আমিনকে আবারও একই ধরনের বলে বোল্ড করেন মারুফা। 

মারুফার ঐ দুই ডেলিভারির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছে আইসিসি। মারুফার বোলিংয়ে মুগ্ধ হয়ে আইসিসির ভিডিও শেয়ার করেন মালিঙ্গা।