শিরোনাম
ঢাকা, ২ অক্টোবর ২০২৫ (বাসস) : ক্রিস্টাল প্যালেসের হয়ে দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার হিসেবে আজারবাইজান ও আইসল্যান্ডের বিপক্ষে এ মাসে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ বাছাইপর্বে ফ্রান্স দলে ডাক পেয়েছেন জিন-ফিলিপ মাতেতা।
২৮ বছর বয়সী এই স্ট্রাইকার এবারের মৌসুমে ইতোমধ্যেই সব ধরনের প্রতিযোগিতায় প্যালেসের হয়ে ১০ ম্যাচে চার গোল করেছেন। এই মুহূর্তে প্রিমিয়ার লিগ টেবিলের তৃতীয় স্থানে আছে অপরাজিত প্যালেস।
গত মৌসুমে দক্ষিণ লন্ডনের ক্লাবটির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ১৭ গোল করেছিলেন মাতেতা।
২০২৩/২৪ মৌসুম থেকে প্রিমিয়ার লিগ শুরুর পর এ পর্যন্ত করেছেন ৩২ গোল।
ফ্রান্সের অনূর্ধ্ব-২১ দলে তিনি খেলেছেন। ২০২৪ সালে প্যারিস অলিম্পিকে থিয়েরি অঁরির দলের হয়ে নিজেকে প্রমান করেছেন। রৌপ্য পদক পাওয়া ফ্রান্সের হয়ে ছয় ম্যাচে করেছিলেন পাঁচ গোল। কিন্তু কোচ দিদিয়ের দেশ্যমের সিনিয়র দলে কখনো ডাক পাননি।
মাতেতা সম্পর্কে দেশ্যম বলেছেন, ‘আমি তার প্রোফাইল পছন্দ করেছি। সে এখন আর তরুণ নেই। ইয়ুথ পর্যায়ে সে বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় খেলেছে। তার মধ্যে গোল করার দক্ষতা আছে।’
মাতেতার সাথে এই দলে আরো ডাক পেয়েছেন এসি মিলানের ফরোয়ার্ড ক্রিস্টোফার এনকুকু। ইনজুরি আক্রান্ত ব্যালন ডি’অর জয়ী ওসমানে ডেম্বেলে ও তার পিএসজি সতীর্থ ডিসায়ার ডুয়ের অনুপস্থিতিতে দেশ্যম অন্য খেলোয়াড়দের ডাকতে বাধ্য হয়েছেন।
৩১ আন্তর্জাতিক ম্যাচে দুই গোল করা ইন্টার মিলানের মার্কোস থুরাম থাইয়ের পেশীর ইনজুরির কারনে দল থেকে বাদ পড়েছেন। জুনে ফ্রান্সের জাতীয় দলে অভিষেক হওয়া ম্যানচেস্টার সিটির রায়ান ছেরকিও ইনজুরির কারনে দলের বাইরে রয়েছেন।
লিভারপুলের হুগো একিটিকে ও মোনাকোর মাগনেস আকলিউচে গত মাসে অভিষিক্ত হবার পর দলে জায়গা ধরে রেখেছেন।
মধ্যমাঠে অরিলিয়েন টিচুয়ামেনির নিষেধাজ্ঞায় থাকায় রিয়াল মাদ্রিদের সতীর্থ এডুয়ার্ডো কামনভিনগার পথ সুগম হয়েছে। মার্চের পর থেকে কামভিনগা জাতীয় দলের বাইওে ছিলেন।
২০১৮ সালে বিশ্বকাপ জয়ী ও ২০২২ সালে রানার্স-আপ ফ্রান্স গ্রুপ-ডি’তে প্রথম দুই ম্যাচ জিতে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। গত মাসে ইউক্রেন ও আইসল্যান্ডের বিপক্ষে ফ্রান্স জয়ী হয়।
আগামী ১০ অক্টোবর প্যারিসে আজারবাইজানকে আতিথ্য দিবে লেস ব্লুজরা। তিনদিন পর এ্যাওয়ে ম্যাচ খেলতে আইসল্যান্ডে যাবে।
ফ্রান্স স্কোয়াড :
গোলরক্ষক : লুকাস শেভালিয়ার, মাইক মেইগন্যান, ব্রিস সাম্বা
ডিফেন্ডার : লুকাস ডিগনে, মালো গুস্কো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাটে, জুলেস কুন্ডে, উইলিয়াম সালিবা, ডায়ট উপমেকানো
মিডফিল্ডার : এডুয়ার্ডো কামভিনগা, মানু কোনে, মাইকেল ওলিসে, আদ্রিয়ের রাবোয়িত, খেপরেন থুরাম
ফরোয়ার্ড : মাগনেস আকলিউচে, ব্র্যাডলি বারকোলা, কিংসলে কোম্যান, হুগো একিটিকে, জিন-ফিলিপ মাতেতা, কিলিয়ান এমবাপ্পে, ক্রিস্টোফার এনকুকু।