বাসস
  ৩০ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৮

স্কুল হ্যান্ডবলের সেমিফাইনালে সানিডেইল, সেন্ট গ্রেগরী, নারিন্দা ও মুসলিম হাই স্কুল

ছবি : বাসস

ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং ঢাকা আইসক্রীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত পোলার আইসক্রীম ২৯তম স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতার সেমিফাইনালের লাইন আপ চূড়ান্ত হয়েছে।

বালক বিভাগের শেষ চারের টিকিট পেয়েছে সানিডেইল, সেন্ট গ্রেগরী হাই স্কুল এন্ড কলেজ, নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় ও ঢাকা গভ: মুসলিম হাই স্কুল। 

আগামী শনিবার প্রথম সেমিফাইনালে সানিডেইল বনাম সেন্ট গ্রেগরী এবং দ্বিতীয় সেমিফাইনালে নারিন্দা বনাম ঢাকা গভ: মুসলিম হাই স্কুল মুখোমুখি হবে।

অন্যদিকে বালিকা বিভাগের প্রথম সেমিফাইনালে ভিকারুননিসা নুন স্কুলের মুখোমুখি হবে শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজ। অন্য সেমিফাইনালে সানিডেইল স্কুলের প্রতিপক্ষ শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়। 

আজ কাপ পর্বের ম্যাচগুলোতে বালিকা বিভাগে ভিকারুননিসা ২৬-০ গোলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলকে হারিয়েছে। প্রথমার্ধে ১২-০০ গোলে এগিয়ে ছিল বিজয়ী দল। শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজ ১৯-০ গোলে সাউথ পয়েন্ট মালিবাগ শাখাকে হারিয়েছে। প্রথমার্ধে ১১-০ গোলে এগিয়ে ছিল বিজয়ী দল। সানিডেইল ২৩-২ গোলে হারিয়েছে শহীদ বীর উত্তম লে: আনোয়ার গার্লস কলেজকে। সানিডেইল প্রথমার্ধে ১১-১ গোলে এগিয়ে ছিল। দিনের শেষ ম্যাচে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয় ৩-১ গোলে হারিয়েছে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলকে। প্রথমার্ধে বিজয়ী দল ১-০ গোলে এগিয়ে ছিল।

বালক বিভাগে নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় ২২-১৯ গোলে সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজকে হারিয়েছে। প্রথমার্ধে বিজয়ী দল ১২-৯ গোলে এগিয়ে ছিল। অন্য ম্যাচে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ ২৩-৭ গোলে মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুলকে পরাজিত করেছে। প্রথমার্ধে বিজয়ী দল ১৬-৪ গোলে এগিয়ে ছিল। অন্য ম্যাচে সানিডেইল ২৭-২ গোলে মেথোডিস্ট ইংলিশ মিডিয়াম স্কুলকে হারিয়েছে। প্রথমার্ধে বিজয়ী দল ২০-২ গোলে এগিয়ে ছিল। অন্য ম্যাচে মিতালী বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় ১৪-১২ গোলে হারিয়েছে মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ। প্রথমার্ধে আইডিয়াল স্কুল ৬-৫ গোলে এগিয়ে ছিল। দিনের শেষ খেলায় নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয় ২৩-১২ গোলে নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজকে হারিয়েছে। প্রথমার্ধে নারিন্দা ১১-১০ গোলে এগিয়ে ছিল।