বাসস
  ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৬

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচটির পরিবর্তে তিনটি টি২০ ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা

ঢাকা, ৩০ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার এবারের গ্রীষ্মে হোম সিরিজে টি২০ ম্যাচের সংখ্যা কমিয়ে পাঁচটির পরিবর্তে তিনটি করা হয়েছে। টি২০ বিশ্বকাপের কারনে সূচীতে এই পরিবর্তন আনা হয়েছে।

গত সপ্তাহে ইএসপিএনক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী দেখা গেছে ২৭ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই সিরিজ অনুষ্ঠিত হবার কথা ছিল। আসন্ন টি২০ বিশ্বকাপের কারনে নতুন সূচী অনুযায়ী ৩১ জানুয়ারির মধ্যে এই সিরিজ শেষ হবে। এ কারনে দুটি ম্যাচ সূচী থেকে বাদ দেয়া হয়েছে। কেপ টাউনের নিউল্যান্ডস ও ইস্ট লন্ডনের বাফালো পার্কে শেষ দুটি টি২০ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে না। 

সিরিজের তিনটি ম্যাচ যথাক্রমে ২৭, ২৯ ও ৩১ জানুয়ারি পার্লের বোলান্ড পার্ক, সেঞ্চুরিয়াসের সুপার স্পোর্ট পার্ক ও জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত হবে। এবার হোম সিরিজে কোন ওয়ানডে ক্রিকেট থাকছে না। শেষ টি২০ ম্যাচটি ‘পিংক ডে’ হিসেবে পালন করবে দক্ষিণ আফ্রিকা। ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার সচেতনতা বৃদ্ধিতে প্রতি বছর এই দিনে দক্ষিণ আফ্রিকার খেলোয়াড়রা গোলাপি রংয়ের জার্সি পড়ে মাঠে নামে ও এই ম্যাচের মাধ্যমে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ করে। 

১৯ ডিসেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ নিয়ে ব্যস্ত থাকায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপে প্রোটিয়াদের ঘরের মাঠের ম্যাচ সংখ্যাও কমানো হয়েছে। আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে এ্যাওয়ে টেস্ট দিয়ে তারা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপ শুরু করবে। এর পরপরই সব ফর্মেটের ক্রিকেট খেলতে ভারত সফরে যাবে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজে রয়েছে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও পাঁচটি টি২০। 

এদিকে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বেশ কিছু ভেন্যু সংষ্কারের কারনে দক্ষিণ আফ্রিকায় ভেন্যু সংকটও দেখা দিয়েছে। যা হোম সিরিজে প্রভাব ফেলেছে।