শিরোনাম
ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : ওপেনার শাহিবজাদা ফারহানের হাফ-সেঞ্চুরি পর ব্যাটিং ধসে ভারতের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে ১৯ দশমিক ১ ওভারে ১৪৬ রানে অলআউট হয়েছে পাকিস্তান। ফলে রেকর্ড নবমবারের মত শিরোপা জয়ের জন্য ১৪৭ রানের টার্গেট পেয়েছে ভারত।
দুবাইয়ে টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাট করার আমন্ত্রন জানায় ভারত। ব্যাট হাতে নেমে পাকিস্তানকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার ফারহান ও ফখর জামান। পাওয়ার প্লেতে ৪৫ রান তুলেন তারা। পরের ওভারের দলের রান ৫০ পূর্ণ করেন ফারহান ও জামান। ইনিংসের নবম ওভারে টি-টোয়েন্টিতে পঞ্চম হাফ-সেঞ্চুরির স্বাদ নেন ফারহান।
৩৫ বলে হাফ-সেঞ্চুরি করার পর ইনিংস বড় করতে পারেননি ফারহান। পরের ওভারে ভারতের স্পিনার বরুণ চক্রবর্তীর বলে তিলক ভার্মাকে ক্যাচ দেন তিনি। ৫টি চার ও ৩টি ছক্কায় ৩৮ বলে ৫৭ রান করেন ফারহান। উদ্বোধনী জুটিতে ৫৮ বলে ৮৪ রান তুলেন ফারহান-জামান।
প্রথম উইকেট পতনে পর ক্রিজে আসেন সাইম আইয়ুব। জামানের সাথে ১৯ বলে ২৯ রানের জুটিতে দলের রান ১শ পার করেন সাইম। ১৩তম ওভারে দলীয় ১১২ রানে জামান-সাইম জুটি ভাঙেন স্পিনার কুলদীপ যাদব।
এরপর কুলদীপ ও অক্ষর প্যাটেলের সাথে পেসার জসপ্রিত বুমরাহর তোপে তাসের ঘরের মতে ভেঙে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন-আপ। ৪৪ বল ও ৩৩ রানে শেষ ৯ উইকেট পতনে ১৯ দশমিক ১ ওভারে ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান। ১৭তম ওভারেই ৩ উইকেট নেন কুলদীপ। এসময় পাকিস্তান অধিনায়ক সালমান আঘা ৮, শাহিন শাহ আফ্রিদি ও ফাহিম খালি হাতে কুলদীপের শিকার হন।
এছাড়া মোহাম্মদ হারিসকে শূন্য ও হুসেন তালাতকে ১ রানে শিকার করেন প্যাটেল। পাকিস্তানের শেষ দুই উইকেট নেন বুমরাহ। সমান ৬ রান করে বুমরাহর বলে সাজঘরে ফিরেন হারিস রউফ ও মোহাম্মদ নাওয়াজ।
টপ অর্ডারে ফারহান-জামান ও সাইম ছাড়া পাকিস্তানের পরের আট ব্যাটারের কেউই দুই অংকে পা রাখতে পারেননি।
৪ ওভারে ৩০ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সফল বোলার কুলদীপ। ২টি করে উইকেট নেন বুমরাহ-বরুন ও প্যাটেল।