শিরোনাম
ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) ৩৭তম সভাপতি নির্বাচিত হয়েছেন মিঠুন মানহাস। আজ মুম্বাইয়ে বিসিসিআইয়ের ৯৪তম বার্ষিক সাধারণ সভায় একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআইর সভাপতি নির্বাচিত হন তিনি।
গত আগস্টে রজার বিনি পদত্যাগ করার পর থেকে বিসিসিআই সভাপতির পদ শূন্য হয়ে পড়ে। এরপর অন্তবর্তীকালীন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন সহ-সভাপতি রাজীব শুক্লা।
দিল্লির সাবেক অধিনায়ক মানহাসের নেতৃত্বাধীন নতুন বোর্ডে আবারও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শুক্লা।
এছাড়াও বোর্ডের সচিব হিসেবে থাকছেন দেবজিত সাইকিয়া। নতুন কোষাধ্যক্ষ হয়েছেন কর্নাটকের সাবেক ক্রিকেটার রঘুরাম ভাট। সাবেক যুগ্ম-সচিব হয়েছেন সাবেক কোষাধ্যক্ষ প্রভতেজ সিং ভাটিয়া।
জাতীয় নির্বাচক কমিটিতেও পরিবর্তন এনেছে বিসিসিআই। অজিত আগারকারের নেতৃত্বাধীন পুরুষদের সিনিয়র নির্বাচক কমিটিতে এস শরৎ ও সুব্রত ব্যানার্জির জায়গায় নেওয়া হয়েছে সাবেক দুই ক্রিকেটার প্রাজ্ঞন ওঝা ও আরপি সিংকে।
ভারতের হয়ে কখনও আন্তর্জাতিক ক্রিকেটে খেলা হয়নি মানহাসের। তবে ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ খেলোয়াড় ছিলেন তিনি। ভারতের প্রথম শ্রেনির টুর্নামেন্ট রঞ্জি ট্রফিতে দিল্লির অধিনায়ক ছিলেন ৪৫ বছর বয়সী মানহাস। ১৫৭টি প্রথম শ্রেনির ক্রিকেটে ৯৭১৪ রান ও ৪০ উইকেট, ১৩০টি লিস্ট ‘এ’ ক্রিকেটে ৪১২৬ রান ও ২৫ উইকেট এবং ৯১টি টি-টোয়েন্টিতে ১১৭০ রান ও ৫ উইকেট শিকার করেছেন এই ডান-হাতি ক্রিকেটার।
২০১৭ সালে ক্রিকেটকে বিদায় বলার পর বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুুরু ও গুজরাট টাইটান্সের ব্যাটিং পরামর্শক ছিলেন মানহাস।