বাসস
  ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১৭

নিয়মরক্ষার ম্যাচে কাল মুখোমুখি ভারত ও শ্রীলংকা

ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : এশিয়া কাপের সুপার ফোরে নিয়মরক্ষার ম্যাচে কাল মুখোমুখি হবে ভারত ও শ্রীলংকা। সুপার ফোরে নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে, দুই ম্যাচ হেরে সুপার ফোর থেকে বিদায় নিয়েছে শ্রীলংকা। 

সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচ জিতে এবারের এশিয়া কাপ শেষ করতে চায় লংকানরা। ভারতের লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রেখে টুর্নামেন্টে অপরাজিত থাকা। দুবাইয়ে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ভারত-শ্রীলংকা ম্যাচ।

গ্রুপ পর্বে তিন ম্যাচের সবগুলোতে জিতে সুপার ফোরে উঠে শ্রীলংকা। কিন্তু সুপার ফোরে এসে পথ হারায় তারা। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৪ উইকেটে হারে লংকানরা। 

এরপর পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে ফাইনালে খেলার স্বপ্ন কঠিন করে ফেলে শ্রীলংকা। গতরাতে ভারতের কাছে বাংলাদেশের হারে এশিয়া কাপ থেকে শ্রীলংকার বিদায় নিশ্চিত হয়। কারন ভারতের বিপক্ষে শেষ ম্যাচ জিতলেও ফাইনালে যাবার কোন সুযোগ নেই লংকানদের। 

ফাইনালের আশা শেষ হয়ে গেলেও ভারতের বিপক্ষে জয় দিয়ে এবারের এশিয়া কাপের ইতি টানতে চায় শ্রীলংকা। দলের অধিনায়ক চারিথ আসালঙ্কা বলেন, ‘সুপার ফোরে আমরা খুবই বাজে ক্রিকেট খেলেছি। এজন্য সুপার ফোর থেকেই এবার এশিয়া কাপ শেষ করতে হচ্ছে আমাদের। তবে জয় দিয়ে এশিয়া কাপ শেষ করার সুযোগ আছে। শক্তিশালী ভারতের বিপক্ষে জয়ের লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামব।’

২০২৩ সালে সর্বশেষ এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে ভারতের কাছে হেরে রানার্স-আপ হয়েছিল শ্রীলংকা। তার আগে ২০২২ সালে টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছিল লংকানরা। এবার দলের পারফরমেন্স খারাপ হবার পেছনে কম্বিনেশনকে দায়ী করেন লংকান দলপতি আসালঙ্কা, ‘কম্বিনেশন নিয়ে এবার আমাদের অনেক সমস্যা হয়েছে এবং বিশ্বকাপের আগে এই সমস্যা ঠিক করতে হবে। পাশাপাশি ব্যাটিং-বোলিং ও ফিল্ডিংয়েও উন্নতি করতে হবে।’

গ্রুপ পর্বে তিন ম্যাচ জয়ের পর সুপার ফোরে দুই ম্যাচ জিতে ফাইনালে উঠে ভারত। ফাইনাল নিশ্চিত হবার পরও শ্রীলংকার বিপক্ষে ম্যাচকে গুরুত্বের সাথে দেখছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। কারণ অপরাজিত থেকেই ফাইনালে খেলতে চায় টিম ইন্ডিয়া। সূর্য বলেন, ‘শ্রীলংকার বিপক্ষে ম্যাচকে আমরা গুরুত্বের সাথে দেখছি। কারণ জয়ের ধারা অব্যাহত রেখে অপরাজিত থেকে ফাইনালের মঞ্চে নামতে চাই আমরা।’

এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ৩২বার মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলংকা। এরমধ্যে ভারতের জয় ২১ ম্যাচে এবং শ্রীলংকার জয় ৯ ম্যাচে। ১টি করে ম্যাচ টাই ও পরিত্যক্ত হয়। টাই হওয়া ম্যাচে সুপার ওভারে জয় পায় ভারত। 

ভারত : সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), জসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, বরুন চক্রবর্তী, কুলদ্বীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্ষিত রানা, রিংকু সিং।

শ্রীলংকা : চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, কুশাল পেরেরা, নুয়ানিডু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, ডাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, চামিকা করুনারুত্নে, মাহিশ থিকসানা, দুশমান্থা চামিরা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুশারা, মাথিশা পাথিরানা।