শিরোনাম
ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উদ্যোগে বাংলাদেশের ক্রীড়াবিদদের খেলা ছেড়ে দেবার পর ক্যারিয়ার উন্নতির উপর একটি কর্মশালা শনিবার থেকে শুরু হচ্ছে।
প্রথমবারের মত অলিম্পিক ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত দু’দিন ব্যাপী ÔAthlete365 Career+’ শীর্ষক কর্মশালায় বিভিন্ন ফেডারেশন হতে ২০-৩০ বছর বয়সী প্রায় ৪০ জন ক্রীড়াবিদ অংশগ্রহন করবেন।
কর্মশালাটি পরিচালনার লক্ষ্যে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি মনোনীত যুক্তরাষ্ট্রের মাস্টার এডুকেটর শ্যারন স্প্রিংজার আগামীকাল ঢাকায় আসবেন। কর্মশালা পরিচালনা শেষে ২৯ সেপ্টেম্বর তার দেশে ফিরে যাবার কথা রয়েছে। তিনি বর্তমানে ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের এডুকেশন প্রগ্রামের প্রধান হিসেবে কর্মরত রয়েছেন।
কর্মশালার প্রথম দিনে ক্রীড়াবিদদের ÔSelf Discovery’ এর উপর অর্থাৎ ÔStrength & Values’, ÔInterest & Skills’, ÔPassion & Impact’ এবং ÔPurpose & Planning’ বিষয়ে চারটি সেশন আয়োজিত হবে। কর্মশালার দ্বিতীয় দিনে ক্রীড়াবিদদের বিভিন্ন কর্মসংস্থানে আবেদনের জন্য নিজেদের জীবন-বৃত্তান্ত ও কভার লেটারসহ অন্যান্য নথিপত্র তৈরীর কার্যকরী কৌশলের উপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে।
আগামী ২৮ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।