শিরোনাম
ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে ব্রাজিল দলে নেইমারকে অন্তর্ভূক্ত করার জন্য কোচ কার্লো আনচেলত্তির প্রতি অনুরোধ জানিয়েছেন দেশটির সাবেক তারকা রোনাল্ডো।
১২৮ আন্তর্জাতিক ম্যাচে ৭৯ গোল করা ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা নেইমার ২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন। হাঁটুর গুরুতর ইনজুরির কারনে তিনি দল থেকে ছিটকে পড়েন।
সৌদি পেশাদার ক্লাব আল হিলালে ইনজুরির কারনে খুব একটা সুবিধা করতে পারেননি। জানুয়ারিতে শৈশবের ক্লাব সাও পাওলোতে ফিরে আসার পর ৩৩ বছর বয়সী নেইমার নিয়মিত মাঠে রয়েছেন।
আনচেলত্তির অধীনে এ পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে ব্রাজিল। কিন্তু কোন দলেই জায়গা হয়নি নেইমারের।
সেলেসাওদের হয়ে দুইবার বিশ্বকাপ জয় করা রোনাল্ডো সাও পাওলোতে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে সতীর্থ নেইমার প্রসঙ্গে বলেছেন, ‘ব্রাজিলিয়ান দলের জন্য নেইমার এখনো গুরুত্বপূর্ণ। আমাদের দলে নেইমারের মত দ্বিতীয় কোন খেলোয়াড় নেই। নেইমারের আগামী বছর বিশ্বকাপে খেলার ব্যপারে সবাই শতভাগ আশাবাদী। কারন সে দলে থাকলে ব্রাজিল অবশ্যই ভাল করবে।’
৪৯ বছর বয়সী রোনাল্ডো ব্রাজিলের জার্সিতে ৮৮ ম্যাচে ৬২ গোল করেছেন।
গত কয়েক বছর ধরে ইনজুরির কারনে নেইমার নিজেকে মেলে ধরতে পারেননি। ২০১৯ সালে ঘরের মাঠে ব্রাজিলের কোপা আমেরিকা শিরোপা জয়ী দলেও তিনি ছিলেন না।
২০২৩ সালের আগস্টে পিএসজি থেকে নেইমার আল হিলালে যোগ দেন। কিন্তু সেখানে পাঁচ ম্যাচে এক গোল করার পর উরুগুয়ের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে হাঁটুর লিগামেন্টের গুরুতর ইনজুরিতে আক্রান্ত হন। প্রায় এক বছর তিনি মাঠের বাইরে ছিলেন। এরপর সান্তোসে পাড়ি জমানোর আগে সৌদি ক্লাবটির হয়ে মাত্র দুটি ম্যাচ খেলেছেন।
সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল দল থেকে বাদ পড়েন নেইমার। ঐ সময় আনচেলত্তি বলেছিলেন জাতীয় দলকে সহযোগিতা করার জন্য এবং বিশ্বকাপে নিজের সেরাটা দিতে নেইমারকে আরো ভাল অবস্থায় আসতে হবে।