শিরোনাম
ঢাকা, ২৫ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : অক্ষর প্যাটেল-দেবদূত পাড্ডিকাল ও নিতিশ কুমার রেড্ডিকে ফিরিয়ে এনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন দুই ম্যাচ টেস্ট সিরিজে জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ইনজুরি থেকে সুস্থ হতে না পারায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দলে সুযোগ হয়নি সহ-অধিনায়ক ঋসভ পান্তের। তার পরিবর্তে নিয়মিত অধিনায়ক শুভমান গিলের ডেপুটি হয়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ওয়ানডে ও টি-টোয়েন্টির পর প্রথমবারের মত টেস্টেও সহ-অধিনায়ক হলেন জাদেজা।
১৯ মাস পর ভারতের টেস্ট দলে ফিরলেন স্পিন অলরাউন্ডার প্যাটেল। সর্বশেষ গেল বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে খেলেছিলেন তিনি। ২০২১ সালে টেস্ট অভিষেকের পর ভারতের হয়ে ১৪ টেস্টে ৬৪৬ রান ও ৫৫ উইকেট শিকার করেছেন বাঁ-হাতি স্পিনার প্যাটেল। স্পিন বিভাগে প্যাটেলের সাথে আরও আছেন জাদেজা, ওয়াশিংটন সুন্দর ও কুলদীপ যাদব।
প্যাটেলের সর্বশেষ টেস্ট সিরিজে অভিষেক হয় ব্যাটার পাড্ডিকালের। এরপর গেল বছর অস্ট্রেলিয়া সফরে পার্থ টেস্টে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন তিনি। এই দুই টেস্টে ১টি হাফ-সেঞ্চুরিতে ৯০ রান করেন তিনি।
গত জুলাইয়ে সর্বশেষ ইংল্যান্ড সফরে ভারত দলে ছিলেন অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে হাঁটুর ইনজুরিতে পড়েন তিনি। এরপর সিরিজের বাকী দুই টেস্টে খেলতে পারেননি রেড্ডি। ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে আবারও টেস্ট দলে ফিরেছেন এই ডান-হাতি খেলোয়াড়।
ইংল্যান্ড সফরে ম্যানচেস্টারে সিরিজের চতুর্থ টেস্টে পায়ের ইনজুরিতে পড়েন পান্ত। তার জায়গায় দলে সুযোগ পান নারায়ণ জগদিশান। তবে সিরিজের পঞ্চম ও শেষ টেস্টে পান্তের পরিবর্তে উইকেটের পেছনে দায়িত্ব পালন করেন ধ্রুব জুরেল। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে উইকেটরক্ষক হিসেবে দলে জায়গা ধরে রেখেছেন জুরেল ও জগাদিশান।
ইংল্যান্ড সফরের দল থেকে বাদ পড়েছেন করুন নায়ার, অভিমান্যু ইশ্বরণ, আকাশ দীপ, আংশুল কামবোজ, আর্শদীপ সিং ও শারদুল ঠাকুর। ইংল্যান্ড সিরিজ দিয়ে দীর্ঘ আট বছর টেস্ট দলে ফিরেন করুন। ঐ সিরিজে ৪ টেস্টের ৮ ইনিংসে ২০৫ রান করায় দল থেকে বাদ পড়েছেন তিনি।
আহমেদাবাদে ২ অক্টোবর থেকে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ১০ অক্টোবর দিল্লিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।
সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রের অংশ। ইতোমধ্যে একটি করে সিরিজ খেলেছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ করে টিম ইন্ডিয়া। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় ওয়েস্ট ইন্ডিজ। পয়েন্ট টেবিলের ভারত ৪৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।
ভারত টেস্ট দল : শুভমান গিল (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, সাই সুদর্শন, দেবদূত পাডিক্কাল, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), নারায়ণ জগদিশান (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, জসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেল, নিতিশ কুমার রেড্ডি, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা ও কুলদীপ যাদব।