বাসস
  ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:৩৩

বার্সা শিবিরে দু:সংবাদ

ফাইল ছবি

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : হাঁটুর অস্ত্রোপচারের কারনে পাঁচ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বার্সেলোনার তারকা মিডফিল্ডার গাভি। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। 

এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, ‘মেনিসকাস ইনজুরি থেকে সেড়ে উঠতে গাভির হাঁটুতে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এ কারনে আগামী চার থেকে পাঁচ মাস তাকে বিশ্রামে থাকতে হবে।’

২১ বছর বয়সী স্প্যানিশ এই মিডফিল্ডার ২০২৩ সালে এই একই হাঁটুর লিগামেন্টের গুরুতর ইনজুরিতে পড়েছিলেন। 

ইনজুরির কারনে আগস্ট থেকে মাঠের বাইরে আছেন গাভি। বার্সেলোনা প্রাথমিক ভাবে ধারণা করেছিল প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে সেড়ে উঠবেন তিনি। কিন্তু পরবর্তীতে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়া হয়। 

বৃহস্পতিবার লা লিগায় রিয়াল ওভিয়েডোর বিপক্ষে এ্যাওয়ে ম্যাচে খেলবে বার্সা। এরপর রোববার রিয়াল সোসিয়েদাদকে আতিথ্য দিবে। আগামী সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে পিএসজিকে ঘরের মাঠে স্বাগত জানাবে কাতালান জায়ান্টরা। 

সাম্প্রতিক এই ইনজুরির কারনে ২০২৬ সালের জানুয়ারির আগে গাভির মাঠে ফেরা হচ্ছেনা। আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অন্যতম ফেবারিট দল হিসেবে মাঠে নামবে স্পেন।