বাসস
  ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৩

যুক্তরাষ্ট্রের সদস্যপদ স্থগিত করল আইসিসি

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্র ক্রিকেটের (ইউএসএসি) সদস্যপদ স্থগিত করল ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে আইসিসি জানায়, সংবিধানের অধীনে আইসিসি সদস্য হিসাবে ধারাবাহিকভাবে এবং ক্রমাগত দায়িত্ব পালনে ব্যর্থতা ও নানা অনিয়মের কারণে শাস্তি পেল ইউএসএসি ক্রিকেট।

গত এক বছর ধরে এ বিষয়ে পর্যালোচনা ও সংশ্লিষ্ট অংশীদারদের সাথে আলোচনার পর গতকাল আইসিসির বোর্ড মিটিংয়ে অবিলম্বে যুক্তরাষ্ট্র ক্রিকেটের সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

এর মধ্যে ছিল-কার্যকরী শাসন কাঠামো বাস্তবায়নে ব্যর্থতা, যুক্তরাষ্ট্রের অলিম্পিক এবং প্যারালিম্পিক কমিটির গভর্নিং বডির স্বীকৃতি অর্জনে অগ্রগতি দেখাতে ব্যর্থ হওয়া। যা সারা বিশ্বে ক্রিকেটের সুনাম নষ্ট করেছে। 

সদস্যপদ স্থগিত করা হলেও দেশটির জাতীয় দলগুলো লস এ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিক গেমসের প্রস্তুতিসহ আইসিসি যেকোন ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে। 

তাই আগামী বছরের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলংকার মাটিতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে কোন বাঁধা নেই।