শিরোনাম
ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে আন্তর্জাতিক অভিষেক হতে যাচ্ছে আফগান নারী শরণার্থী ফুটবল দলের। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রন সংস্থা ফিফা এই তথ্য নিশ্চিত করেছে।
দেশের ভেতরে এবং বাইরে নারী খেলোয়াড়দের সমর্থন করার প্রচেষ্টার অংশ হিসেবে মে মাসে ফিফা কাউন্সিল শরণার্থী দল গঠনের অনুমোদন দেয়।
দুবাইয়ে ২৩-২৯ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে আফগান নারী দল অংশ নিবে। এই টুর্নামেন্টে আরো খেলবে চাদ, লিবিয়া ও স্বাগতিক আরব আমিরাত।
ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ‘সকল নারীর ফুটবল খেলার সুযোগ নিশ্চিত করা ফিফার অগ্রাধিকার এবং আমাদের খেলাধুলার ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ উপাদান।’
বর্তমান সরকার গত চার বছর ধরে আফগানিস্তানে নারীদের বেশিরভাগ শিক্ষা ও কাজ থেকে নিষিদ্ধ করার পাশাপাশি তাদের জন্য এবং পার্ক ও জিমে যাওয়াও নিষিদ্ধ করে।
স্কটিশ কোচ পলিন হ্যামিলের অধীনে আফগান দল ইংল্যান্ড এবং সিডনি সহ বিভিন্ন স্থানে প্রতিভা বাছাই ক্যাম্প পরিচালনা করে। সেখান থেকেই জাতীয় দলের জন্য খেলোয়াড় বাছাই করা হয়।