বাসস
  ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৪
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ২১:১১

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ দুবাইয়ে ভারতের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলি। 

ইনজুরির কারণে এ ম্যাচে খেলছেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। 

শ্রীলংকাকে ৪ উইকেটে হারিয়ে এশিয়া কাপ সুপার পর্ব শুরু করে বাংলাদেশ। ঐ ম্যাচের একাদশ থেকে চারটি পরিবর্তন এনেছে টাইগাররা। লিটন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মাহেদি হাসানের জায়গায় দলে ফিরেছেন পারভেজ হোসেন, তানজিম হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন ও রিশাদ হোসেন।

পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে এশিয়া কাপ সুপার ফোরে শুভ সূচনা করে ভারত। ঐ ম্যাচের একাদশ অপরিবর্তিত রেখেছে টিম ইন্ডিয়া। 

এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ১৭ বার ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এরমধ্যে মাত্র একবার জয় পেয়েছে টাইগাররা। ২০১৯ সালে ভারত সফরে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে ভারতকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। 

এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে ১৫বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এরমধ্যে বাংলাদেশ মাত্র দু’বার জিতেছে এবং ১৩বার হেরেছে। ২০১৬ সালে টি-টোয়েন্টি সংস্করণে হওয়া এশিয়ার কাপে দুই ম্যাচই হেরেছিল টাইগাররা। 

বাংলাদেশ একাদশ : জাকের আলী (অধিনায়ক), তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, সাইফ হাসান, পারভেজ হোসেন, তানজিম হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ভারত একাদশ : সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমান গিল, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তী।