শিরোনাম
ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের সহ-অধিনায়ক হলেন হ্যারি ব্রুক। নিয়মিত অধিনায়ক বেন স্টোকসের ডেপুটি হিসেবে কাজ করবেন ইংল্যান্ডের সাদা বলের অধিনায়ক ব্রুক।
অ্যাশেজের জন্য ইংল্যান্ডের ঘোষিত ১৬ সদস্যের দলে ফিরেছেন উইল জ্যাকস, মার্ক উড ও ম্যাথু পটস। অ্যাশেজের আগে নিউজিল্যান্ড সফরে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। ঐ সফরের জন্যও পৃথক-পৃথক দল ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
২০২২ সালে পাকিস্তান সফরে অভিষেক হয় স্পিন অলরাউন্ডার জ্যাকসের। ঐ সিরিজে ২ ম্যাচ খেলে ৮৯ রানের পাশাপাশি ৬ উইকেট নিয়েছিলেন তিনি। এরপর দল থেকে বাদ পাড়েন জ্যাকস।
প্রায় তিন বছর পর আবারও টেস্ট দলে ফিরলেন ইংল্যান্ডের হয়ে ২১টি ওয়ানডে ও ২৯টি টি-টোয়েন্টি খেলা জ্যাকস। প্রথম শ্রেণিতে ৫৭ ম্যাচ খেলে ৪টি সেঞ্চুরি ও ১৬টি হাফ-সেঞ্চুরিতে ২,৫৯১ রান ও ৪৯টি উইকেট শিকার করেছেন তিনি।
সম্প্রতি কাউন্টি চ্যাম্পিয়নশিপ আসরে ১০ ম্যাচ খেলে ২৮ উইকেট শিকার করেছেন পেসার পটস। গেল বছরের ডিসেম্বরে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন তিনি। ২০২২ সালে অভিষেক হওয়া পটস ১০ টেস্টে ৩৬ উইকেট শিকার করেন।
দলে ফিরেছেন হাঁটুর ইনজুরির কারণে গত ফেব্রুয়ারি থেকে মাঠের বাইরে থাকা পেসার মার্ক উড। পটস ও উডসসহ অ্যাশেজের দলে ছয়জন পেসার রেখেছে ইংল্যান্ড। অন্যরা হলেন- জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স ও ম্যাথু পটস।
গত জুলাইয়ে ঘরের মাঠে সর্বশেষ ভারত সিরিজে ওভালে পঞ্চম ও শেষ টেস্টে কাঁধের ইনজুরিতে পড়েন পেসার ক্রিস ওকস। ইনজুরি থেকে এখনও সুস্থ হতে না পারায় দলে সুযোগ পাননি তিনি।
ভারত সিরিজে তৃতীয় টেস্টে আঙুলের চোটে পড়ায় শেষ দুই ম্যাচ খেলতে পারেননি অফ স্পিনার শোয়েব বাশির। অ্যাশেজ সিরিজের দলে ফেরানো হয়েছে তাকে।
গত ১৪ মাসে স্টোকসের অনুপস্থিতিতে ইংল্যান্ডকে পাঁচ টেস্টে নেতৃত্ব দিয়েছেন ওলি পোপ। ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টেও নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ঐ টেস্ট ৬ রানে হেরে সিরিজ ২-২ সমতায় শেষ করে ইংল্যান্ড। পোপকে সহ-অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়ে ব্রুককে দায়িত্ব দিয়েছে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট।
নিউজিল্যান্ড সফরে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন জ্যাক ক্রলি, ফিল সল্ট ও জর্ডান কক্স। টি-টোয়েন্টি দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে বেন ডাকেট, জেমি স্মিথ ও আর্চারকে।
ওয়ানডে দলে ফিরেছেন স্যাম কারান, লিয়াম ডওসন, লুক উড। দুই ফরম্যাটের দলেই রাখা হয়েছে রেহান আহমেদ, জ্যাকব বেথেল, সনি বাকের ও জেমি ওভারটনকে।
১৮ অক্টোবর টি-টোয়েন্টি দিয়ে নিউজিল্যান্ড সফর শুরু করবে ইংল্যান্ড। পরের দুই ম্যাচ হবে ২০ ও ২৩ অক্টোবর। ২৬ অক্টোবর থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে দু’দল। শেষ দুই ওয়ানডে হবে-২৯ অক্টোবর ও পহেলা নভেম্বর।
এরপর পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে ইংল্যান্ড। সিরিজের পাঁচ টেস্ট শুরু হবে যথাক্রমে- ২১ নভেম্বর এবং ৪, ১৭, ২৬ ডিসেম্বর ও ৪ জানুয়ারি।
অ্যাশেজের জন্য ইংল্যান্ড দল : বেন স্টোকস (অধিনায়ক), হ্যারি ব্রুক (সহ-অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, শোয়েব বাশির, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, উইল জ্যাকস, ওলি পোপ, ম্যাথু পটস, জো রুট, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জশ টং ও মার্ক উড।
নিউজিল্যান্ড সফরে ইংল্যান্ড টি-টোয়েন্টি দল : হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, সনি বেকার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জশ বাটলার (উইকেটরক্ষক), ব্রাইডন কার্স, জর্ডান কক্স, জ্যাক ক্রলি, স্যাম কারান, লিয়াম ডওসন, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট ও লুক উড।
নিউজিল্যান্ড সফরে ইংল্যান্ড ওয়ানডে দল : হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, সনি বেকার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জশ বাটলার (উইকেটরক্ষক), ব্রাইডন কার্স, বেন ডাকেট, জো রুট, স্যাম কারান, লিয়াম ডওসন, জেমি ওভারটন, আদিল রশিদ, জেমি স্মিথ, জোফরা আর্চার ও লুক উড।