বাসস
  ২৩ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৫

খসড়া ভোটার তালিকা প্রকাশ করল বিসিবি

ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : বহুল প্রত্যাশিত পরিচালনা পর্ষদের নির্বাচনের খসড়া ভোটার তালিকা আজ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৬ অক্টোবর নির্বাচন অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী তফসিল অনুযায়ী ২৫ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করার কথা ছিল। সংশোধিত তফসিলের পর এখন ২৬ সেপ্টেম্বর তা ঘোষণা করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি। 

নতুন তফসিল অনুযায়ী ২৭ সেপ্টেম্বর মনোনয়ন বিতরণ করা হবে। আগের মতোই ২৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়া হবে। আর মনোনয়ন যাচাই-বাছাই শেষে ২৯ সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এরপর পহেলা অক্টোবর মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা এবং একই দিন চূড়ান্ত প্রার্থী তালিকাও ঘোষণা করা হবে। 

আগামী ৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টায় নির্বাচনের ফল প্রকাশ করা হবে।

একই দিন সন্ধ্যা সাড়ে সাতটায় সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। রাত ৯টায় সভাপতি ও সহ-সভাপতি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল আগেই বিসিবির সভাপতি নির্বাচনে প্রার্থী হবার ঘোষণা দিয়েছেন। 

এছাড়াও বিসিবি নির্বাচনে আরও অনেক হেভিওয়েট প্রার্থী অংশ নেবেন। 

আমিনুল ইসলাম বুলবুল ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং তামিম ওল্ড ডিওএইচএস ক্লাব থেকে কাউন্সিলর হয়েছেন ।

রেঞ্জার্স ক্রিকেট একাডেমি থেকে কাউন্সিলর পদ পেয়েছেন বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ। 

বিসিবির মাধ্যমে মনোনীত সাবেক খেলোয়াড়দের মধ্যে রয়েছেন জাভেদ ওমর বেলিম, মিনহাজুল আবেদিন নান্নুু, মোহাম্মদ এহসানুল হক, মোহাম্মদ আলী খান, খালেদ মাসুদ পাইলট এবং মোহাম্মদ হাসিবুল হোসেন শান্ত।

ভোটার তালিকায় থাকা সাবেক ক্রিকেটাররা হলেন- গাজী আশরাফ হোসেন লিপু, মোহাম্মদ শফিকুল হক, রকিবুল হাসান, মোহাম্মদ আশরাফুল ও হাবিবুল বাশার সুমন। 

কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা থেকে ভোটার হয়েছেন গায়ক আসিফ আকবর।