শিরোনাম
ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : এশিয়া কাপ সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ দল ইতিবাচক ও ঐক্যবদ্ধ থাকতে বদ্ধপরিকর বলে জানিয়েছেন অলরাউন্ডার মাহেদি হাসান।
আগামীকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
ভারতের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আজ বাংলাদেশের অনুশীলন সেশনের পর সাংবাদিকদের মাহেদি বলেন, ‘সবসময় উন্নতির জায়গা থাকে এবং আমি মনে করি আমরা আরও ভাল করতে পারি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমরা যা করেছি তাতে সবাই খুশি।’
তিনি আরও বলেন, ‘আমরা ইতিবাচক ও ঐক্যবদ্ধ আছি। প্রতিটি ম্যাচেই আমরা দেখেছি, যখন যে খেলছে দলের প্রয়োজন অনুযায়ী সঠিক ভাবে ডেলিভার করছে। এটা একটা ভাল দিক। আমাদের এই ঐক্য এবং প্রচেষ্টাকে টুর্নামন্টের শেষ পর্যন্ত ধরে রাখতে হবে।’
মাহেদি আরও বলেন, ‘এটি অন্যান্য আন্তর্জাতিক ম্যাচের মতোই একটি ম্যাচ। আমরা এটিকে একটি সাধারণ খেলার মত বিবেচনা করছি। এ ম্যাচে আমরা জিততে চাই। আমরা যেই দলের বিপক্ষেই খেলি না কেন, জয়ের জন্যই মাঠে নামি। এবারও কোন ব্যতিক্রম হবে না।’