শিরোনাম
ঢাকা, ১৩ জুলাই ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভাকে একপেশে ফাইনালে ৬-০, ৬-০ গেমে সরাসরি সেটে পরাজিত করে প্রথমবারের মত উইম্বলডনের শিরোপা জয় করেছেন ইগা সিওটেক। উইম্বলডনের ১১৪ বছরের ইতিহাসে ফাইনালে এতটা একপেশে ম্যাচ কখনো অনুষ্ঠিত হয়নি। এনিয়ে ক্যারিয়ারের ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন পোলিশ তারকা সিওটেক।
বিশ্বের চার নম্বর তারকা সিওটেক ম্যাচের প্রথম পয়েন্ট থেকেই আধিপত্য দেখিয়েছেন। লন্ডনের স্টোর কোর্টে মাত্র ৫৭ মিনিটে আসিনিমোভাকে বিধ্বস্ত করে শিরোপা জয় করেন সিওটেক।
১৯১১ সালের পর এই প্রথমবারের মত উইম্বলডনে নারীদের ফাইনালে কোন খেলোয়াড় কোন পয়েন্ট না হারিয়ে শিরোপা জয় করার কৃতিত্ব দেখালো। সে বছর ব্রিটেনের ডরোথি ল্যাম্বার্ট চেম্বার্স একই স্কোরলাইনে প্রতিপক্ষকে ঘায়েল করে শিরোপা জয় করেছিল।
১৯৮৮ সালে ফ্রেঞ্চ ওপেনে নাটালিয়া জেভরেভাকে বিধ্বস্ত করেছিলেন স্টেফি গ্রাফ। তারপর আধুনিক যুগে বড় কোন টুর্নামেন্টে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে কোন গেম না হেরে শিরোপা জয় করলেন ২৪ বছর বয়সী সিওটেক।
ম্যাচ শেষে পোল্যান্ডের একমাত্র উইম্বলডন একক জয়ী সিওটেক বলেন, ‘এটা খুবই অবাস্তব মনে হচ্ছে। আমি স্বপ্নেও ভাবিনি, আমার জন্য এটা অনেক দূরের ব্যাপার। স্ল্যাম জেতার পর আমার মনে হচ্ছে আমি ইতিমধ্যেই একজন অভিজ্ঞ খেলোয়াড় হয়ে গেছি, কিন্তু আমি কখনও এমনটা আশা করিনি।
‘এই বছর আমি সত্যিই, সত্যিই উপভোগ করেছি এবং মনে হচ্ছে আমি এখানে আমার ফর্ম উন্নত করেছি।’
পুরো টুর্নামেন্টে সিওটেক মাত্র একটি সেটে পরাজিত হয়েছেন। দুই সপ্তাহ আগে ঘাসের কোর্টেও টুর্নামেন্ট ব্যাড হোমবার্গ ওপেনের ফাইনালে খেলার পর এই প্রথম এই ধরনের সার্ফেসে তিনি শিরোপা জিতলেন।
সেমিফাইনালে বিশ্বের এক নম্বর তারকা আরিয়ান সাবালেঙ্কাকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করা যুক্তরাষ্ট্রের ১৩তম বাছাই আনিসিমোভার কাছ থেকে কিছুটা হলেও কঠিন পরীক্ষার আশা করা হয়েছিল। কিন্তু সিওটেক কার্যত তার সব স্বপ্ন শেষ করে দিয়েছেন। সেন্টার কোর্টে উষ্ণ আবহাওয়ায় আনিসিমোভার শুরুটাও বেশ নার্ভাস হয়েছিল। প্রথম গেমেই সিওটেক ব্রেক পয়েন্ট আদায় করে নেন। এক গেম পরে আবারো আনিসিমোভার ডাবল ফল্টের সুযোগে সিওটেক ৩-০ গেমের লিড নেন। শেষ পর্যন্ত ২৫ মিনিটে ৬-০ সেটে প্রথম সেটে জয়ী হন সিওটেক। প্রথম সেটে ১৪টি আনফোর্সড এরর করা মার্কিন খেলোয়াড় আনিসিমোভা নিজের সার্ভিস থেকে মাত্র ছয় পয়েন্ট তুলতে পেরেছেন।
দ্বিতীয় সেটেও কোন ধরনের প্রতিরোধই গড়তে পারেননি আনিসিমোভা। তৃতীয় গেমে আবারো ডাবল ফল্ট করে সিওটেককে এগিয়ে দেন। এক পর্যায়ে স্টেডিয়ামে উপস্থিত দর্শকরাও তাকে উজ্জীবিত করার চেষ্টা করেছে। কিন্তু তাতেও কোন ফল হয়নি। ১২ গেমে আনিসিমোভাব ২৮টি আনফোর্সড এরর করেছেন।
সিওটেক এ পর্যন্ত যে ছয়টি গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠেছেন সবকটিতেই শিরোপা জয় করেছেন। এ পর্যন্ত চারবার ফ্রেঞ্চ ওপেন ও ২০২২ সালে ইউএস ওপেন জয় করেছেন সিওটেক। ২০২৩ সালে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন, যা এতদিন পর্যন্ত এই টুর্ণামেন্টে তার সেরা পারফরমেন্স ছিল।