বাসস
  ০২ ডিসেম্বর ২০২১, ১৯:০৩

বঙ্গবন্ধু ব্যাডমিন্টন : পুরুষ ও মহিলা এককে বাংলাদেশ বিদায়

ঢাকা, ২ ডিসেম্বর, ২০২১ (বাসস) : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন আয়োজিত ‘বঙ্গবন্ধু ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ-২০২১’ ব্যাডমিন্টন টুর্নামেন্টর দ্বিতীয় দিনে  মহিলা  এককের বাছাই পর্বে  আজ বাংলাদেশের ফাতিমা বেগম,  দুলালি হালদার, উর্মি আক্তার ও বৃষ্টি খাতুন সবাই হেরে গেছেন।
আজ বৃহস্পতিবার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে প্রথম দিনে মহিলা এককে বাছাই পর্বে (কোয়ালিফিকেশন রাউন্ড অব ৩২) বাংলাদেশর ফাতিমা বেগম ৭-২১, ১১-২১ পয়েন্টে ভারতের ইরা শর্মার কাছে হেরেছেন। বাংলাদেশের উর্মি আক্তার ১২-২১, ১০-২১ পয়েন্টে ভারতের রিতিকা থাকারের কাছে  হেরেছেন।
ভারতের বিলকিস পারিস্তার কাছে ২১-৪,২১-৬ পয়েন্টে হেরেছেন বাংলাদেশের দুলালি হালদার। অন্য এক ম্যাচে ভারতের অনুপমা  উপাধ্যায়ার বিপক্ষে বাংলাদেশ বৃষ্টি খাতুন ২১-৪, ২১-৬ পয়েন্টের হার নিয়ে বাংলাদেশের বিদায় নিশ্চিত করেছেন।
এছাড়া পুরুষ এককে  বাংলাদেশের মোহাম্মদ সিগবাত উল্লাহ ১০-২১, ৯-২১ পয়েন্টে হেরে গেছেন ভারতের সুলিস্তিও টেগারের কাছে। 
এতে পুরুষ  ও মহিলায় এককে শেষ হলো বাংলাদেশের ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জের অধ্যায়।
ভারত, মালদ্বীপ, মালয়েশিয়া, শ্রীলংকা, ইন্দোনেশিয়া ও স্বাগতিক বাংলাদেশসহ ছয়টি দেশের  অংশ গ্রহনে গতকাল  শুরু  হয়েছে এ টুর্নামেন্ট।