বাসস
  ২৯ নভেম্বর ২০২১, ১২:৪১

১৫৯ রানে এগিয়ে মধ্যাহ্ন-বিরতিতে বাংলাদেশ

চট্টগ্রাম, ২৯ নভেম্বর ২০২১ (বাসস) : পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে ১৫৯ রানে এগিয়ে থেকে চতুর্থ দিনের মধ্যাহ্ন-বিরতিতে গেল স্বাগতিক বাংলাদেশ। এখনও হাতে ৪ উইকেট আছে টাইগারদের। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ১১৫ রান করেছে বাংলাদেশ। 
প্রথম ইনিংসে বাংলাদেশ ৩৩০ ও পাকিস্তান ২৮৬ রান করেছিলো। ফলে প্রথম ইনিংস থেকে ৪৪ রানের লিড পায় বাংলাদেশ। 
দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৩৯ রান নিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টের চতুর্থ দিন খেলতে নামে বাংলাদেশ। 
দিনের প্রথম বলেই বাউন্ডারি আদায় করে নেন বাংলাদেশের ব্যাটার মুশফিকুর রহিম। তবে ঐ ওভারের তৃতীয় বলে বোল্ড হন তিনি। ১৬ রান করে পেসার হাসান আলির শিকার হন মুশফিক।
এরপর লিটন দাসকে নিয়ে দলের স্কোর বড় করতে থাকেন ইয়াসির। তবে ৩০তম ওভারে পেসার শাহিন শাহ আফ্রিদির বলে মাথায় বলের আঘাত পান ইয়াসির। পরের ওভারে মাঠ ছাড়েন তিনি। ৬টি চারে ৭২ বলে ৩৬ রান করেছিলেন ইয়াসির। লিটন-ইয়াসির ৪৭ রানের জুটি গড়েছিলেন। 
এরপর মেহেদি হাসান মিরাজকে নিয়ে ২৫ রান যোগ করেন লিটন। ১১ রান করে আউট হন মিরাজ। 
মিরাজের আউটে ইয়াসিরের কনকাশন সাব হিসেবে ক্রিজে আসেন নুরুল হাসান। মধ্যাহ্ন-বিরতি পর্যন্ত অপরাজিত ছিলেন তারা। লিটন ৩২ ও নুরুল শুন্য রানে বিরতিতে যান। পাকিস্তানের আফ্রিদি ৩টি ও হাসান ২টি উইকেট নেন।
 

  • সর্বশেষ
  • জনপ্রিয়