বাসস
  ২৫ মে ২০২৫, ১৯:৫৪
আপডেট : ২৫ মে ২০২৫, ১৯:৫৭

রিয়াল মাদ্রিদের নতুন কোচ আলোনসো

ঢাকা, ২৫ মে ২০২৫ (বাসস) : কার্লো আনচেলত্তির স্থানে জাভি আলোনসোকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে রিয়াল মাদ্রিদ। এক বিবৃতিতে আলোনসোর নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে লস ব্ল্যাঙ্কোসরা। ক্লাব বিশ্বকাপকে সামনে রেখে আগামী ১ জুন থেকে রিয়ালের দায়িত্ব নিবেন এই স্প্যানিয়ার্ড।

এক বিবৃতিতে রিয়াল জানিয়েছে, ‘আগামী তিন মৌসুমের জন্য রিয়াল মাদ্রিদের পরবর্তী কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে জাভি আলোনসোকে। আগামী ১ জুন থেকে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত তিনি রিয়ালের সাথে থাকবেন।’

অভিজ্ঞ ইতালিয়ান কোচ আনচেলত্তি রিয়াল ছেড়ে ব্রাজিল জাতীয় দলে যোগ দিচ্ছেন। বেশ কিছুদিন ধরেই আনচেলত্তির চলে যাওয়া নিয়ে গুঞ্জন ছিল। যে কারনে নতুন কোচের সন্ধানে নেমে সাবেক মিডফিল্ডার আলোনসোর দিকেই নজড় পড়েছিল রিয়ালের। শেষ পর্যন্ত তারা সফল হয়েছে। 

৪৩ বছর বয়সী আলোনসো বুন্দেসলিগায় বায়ার লেভারকুসেনকে দ্বিতীয় স্থান উপহার দিয়ে জার্মান ক্লাব ছেড়ে আসছেন। লস ব্ল্যাঙ্কোসরা তাদের বিবৃতিতে আরো জানিয়েছে, ‘রিয়াল মাদ্রিদ এবং বিশ্ব ফুটবলে খেলোয়াড় হিসেবে অন্যতম বড় কিংবদন্তীর নাম আলোনসো। ২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে সে ২৩৬ ম্যাচে আমাদের জার্সি গায়ে চাপিয়েছে। এই সময়ের মধ্যে জয় করেছে ছয়টি ট্রফি।’

আগামীকাল সোমবার আলোনসোকে আনুষ্ঠানিক ভাবে পরিচয় করিয়ে দিবে রিয়াল কর্তৃপক্ষ। 

এই স্প্যানিয়ার্ডের অধীনে লেভারকুসেন ২০২৩-২৪ মৌসুমে ঘরোয়া লিগ ও জার্মান কাপের ডাবল শিরোপা জয় করেছে। উভয় আসরেই আলোনসোর দল অপরাজিত ছিল। এসবই তাকে ইউরোপের অন্যতম আকর্ষনীয় কোচে পরিনত করেছে। 

লেভারকুসেনের সাথে একটি সমঝোতায় পৌঁছেছিলেন আলোনসো। সাবেক ক্লাব মাদ্রিদ, লিভারপুল কিংবা বায়ার্ন মিউনিখের মধ্যে যেকোন একটি ক্লাব যদি তাকে নিতে চায় তবেই কেবল লেভারকুসেন ছাড়তে রাজী ছিলেন আলোনসো। 

এদিকে আনচেলত্তির রিয়ালের বিদায়টা ভাল হয়নি। এই মৌসুমে তার দল ইউরোপীয়ান সুপার কাপ ও ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতলেও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালের কাছে পরাজিত হয়ে বিদায় নেয়। স্প্যানিশ সুপার কাপ ও কোপা ডেল রে ফাইনালে বার্সেলোনার কাছে পরাজিত হয় রিয়াল। এরপর রিয়ালের কাছ থেকে লা লিগার শিরোপা কেড়ে নেয় কাতালান জায়ান্টরা। এর ফলে বড় কোন শিরোপা ছাড়াই মৌসুম শেষ করতে হয়েছে রিয়ালকে। 

গত গ্রীষ্মে ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পেকে দলে ভেড়ায় মাদ্রিদ। কিন্তু আনচেলত্তি ভিনিসিয়াস জুনিয়রের সাথে এমবাপ্পেকে সঠিকভাবে ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েন। এবারের লিগে এমবাপ্পে ৩১ গোল করে ইউরোপীয়ান গোল্ডেন শ্যু জয়ের দ্বারপ্রান্তে রয়েছেন। 

কিন্তু আলোনসোর মূল কাজ হবে আক্রমনভাগের সাথে আপোষ না করে দলের দৃঢ়তা পুনরুদ্ধার করা। আগের পুরো মৌসুমে মাত্র দুটি ম্যাচে পরাজিত রিয়াল এবারের মৌসুমে হেরেছে ১৪টি ম্যাচে।  

দুই মেয়াদে ৬৫ বছর বয়সী আনচেলত্তির অধীনে রিয়াল ১৫টি শিরোপা জয় করেছে। যার মধ্যে রয়েছে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। ২০১৪ সালে মাদ্রিদের ১০ম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ী স্কোয়াডে আলোনসোও ছিলেন।  মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে সফল কোচের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন আলোনসো। 

খেলোয়াড়ী ক্যারিয়ারে কোচ হিসেবে আলোনসো পেয়েছেন পেপ গার্দিওলা, হোসে মরিনহো ও ভিনসেন্টে ডেল বস্ককে। এই মিডফিল্ডার স্পেনের হয়ে দুটি ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ ও ২০১০ সালে বিশ্বকাপ জয় করেছেন। 

২০১৭ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর রিয়াল মাদ্রিদ ও রিয়াল সোসিয়েদাদের যুব দলের কোচ হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু করেন। ২০২২ সালে যোগ দেন বায়ার লেভারকুসেনে। 

আগামী ১৮ জুন মিয়ামিতে সৌদি ক্লাব আল-হিলালের বিপক্ষে রিয়াল মাদ্রিদ ফিফা ক্লাব বিশ্বকাপ মিশন শুরু করবে। এই টুর্নামেন্ট দিয়ে রিয়ালের যাত্রা শুরু হবে আলোনসোর।