শিরোনাম
ঢাকা, ২৫ মে ২০২৫ (বাসস) : আসন্ন ইংল্যান্ড সফরের জন্য শুভমান গিলকে অধিনায়ক করে গতকাল দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজ দিয়ে প্রথমবারের মত বড় সংস্করণে নেতৃত্ব দেবেন তিনি। ইংল্যান্ড সফরের নতুন ভূমিকা শুরু করার চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন গিল।
টেস্ট ক্রিকেট থেকে রোহিত শর্মা অবসরে গেলে ভারতের নতুন অধিনায়ক নির্বাচিত হন গিল। ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব পাওয়াকে সম্মানের ও বড় দায়িত্ব বলে মনে করেন তিনি। বিসিসিআই’র প্রকাশিত এক ভিডিওতে গিল বলেন, ‘এমন সুযোগ পাওয়া বড় সম্মানের। এটা অনেক বড় দায়িত্ব। আমি এই রোমাঞ্চকর চ্যালেঞ্জ নেওয়ার অপেক্ষায় আছি এবং আমার মনে হয় ইংল্যান্ডে আসন্ন সিরিজটি খুবই রোমাঞ্চকর হবে।’
তিনি আরও বলেন, ‘শুধুমাত্র পারফরমেন্স দিয়ে নয়, মাঠের শৃঙ্খলা ও কঠোর পরিশ্রম দিয়ে নেতৃত্বকে উদাহরণ হিসেবে তুলে ধরতে চাই।’
এ মাসে কয়েক দিনের ব্যবধানে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন ভারতের দুই সেরা খেলোয়াড় রোহিত শর্মা ও বিরাট কোহলি। তাই অনেকটাই বদলে যাওয়া একটি দলের দায়িত্ব নিবেন গিল। তিনি বলেন, ‘একজন অধিনায়ক হিসেবে, একজন নেতার জানা উচিত কখন পদক্ষেপ নিতে হবে এবং খেলোয়াড়দের কখন সুযোগ দিতে হবে। কারণ সকলেরই জীবন আলাদা এবং তারা আলাদাভাবে বেড়ে উঠেছে। এজন্য সকলেরই আলাদা ব্যক্তিত্ব থাকে।’
তিনি আরও বলেন, ‘একজন ভাল অধিনায়কের সবসময় জানা উচিত, তার দলের খেলোয়াড়দের সেরা পারফরমেন্সের জন্য কি করতে হবে।’
চলতি আইপিএলে গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দিচ্ছেন গিল। তার অধীনে ইতোমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে গুজরাট।
টপ অর্ডার ব্যাটার হিসেবে কোহলির উত্তরসূরি ভাবা হয়েছিল গিলকে। ২০২০ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক টেস্টে বড় ইনিংস খেলতে না পারলেও, নিজের সামর্থ্য দেখান তিনি। দুই ইনিংসে যথাক্রমে- ৪৫ ও অপরাজিত ৩৫ রান করে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতের ৮ উইকেটে জয়ে অবদান রাখেন গিল।
খুব কাছ থেকে ব্যাটার ও অধিনায়ক কোহলিকে দেখেছেন গিল। কোহলিকে আগ্রাসী খেলোয়াড় হিসেবে উল্লেখ করে গিল বলেন, ‘কোহলি সবসময় আক্রমণাত্মক ছিলেন। সবসময় রানের জন্য ক্ষুধার্ত ও আবেগের সাথে দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে চেয়েছিলেন।’
ওয়ানডেতে বহু ম্যাচে রোহিতের সাথে ইনিংস উদ্বোধন করেছেন গিল। রোহিতকে কৌশলগত ও শান্ত মেজাজের বলে মনে হয়েছে গিলের, ‘রোহিত আগ্রাসী থাকলেও তার আচরণ দেখে বুঝা যেত না। কারণ মাঠে আগ্রাসী হলেও এমনিতে বেশ শান্ত মেজাজের। কৌশলগত দিক দিয়ে বাকিদের থেকে আলাদা। সবার সাথে স্পষ্ট কথা বলত এবং জানিয়ে দিত সে কি চায়। আমি তাদের কাছ থেকে এসব গুণাবলী শিখেছি।’
টেস্ট আঙ্গিনায় পাঁচ বছরের পথচলায় ৩২ ম্যাচ খেলে ৪টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরিতে ১৮৯৩ রান করেছেন ২৫ বছর বয়সী গিল।
গিলকে ভারতের টেস্ট অধিনায়ক করায় খুশি দেশটির সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার। টিভি চ্যানেল ইন্ডিয়া টুডেকে এই কিংবদন্তি ব্যাটার বলেন, ‘গিলকে অধিনায়ক করার সিদ্ধান্ত সঠিক। কারণ আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। হয়তো অনেকেই বলবে, মাত্র ৩০টি টেস্ট খেলেছে সে। কিন্তু এর আগে বেশ কয়েকজন ভারতের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার আগে আরও কম ম্যাচ খেলেছে।’